এমপিওভুক্ত শিক্ষকদের অবসর ও কল্যাণ তহবিলের টাকা তিন মাসের মধ্যে পরিশোধসহ অন্যান্য দাবিতে আগামী ২ আগস্ট ঢাকায় সমাবেশের ঘোষণা দেয়া হয়েছে। বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির নেতা-কর্মীরা এ ঘোষণা দেন। শিক্ষকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা চালু।
শুক্রবার (৪ জুলাই) সকালে রাজধানীর পুরান পল্টনের মুক্তিভবনে সমিতির কেন্দ্রীয় কমিটির ৫ম সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর হোসেন।
তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষকরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। সামাজিক ও অর্থনৈতিক মর্যাদা নিশ্চিত না হওয়ায় তারা হতাশার মধ্যে শিক্ষকতা করছেন। সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো, অবসরকালীন ভাতা পেতে অনেক শিক্ষককে ৫-৬ বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়। অনেকেই মৃত্যুর আগ পর্যন্ত অবসর ও কল্যাণ তহবিলের টাকা পান না।
তিনি আরো বলেন, সরকার চাইলে অন্যান্য সরকারি কর্মচারীর মতো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও তিন মাসের মধ্যে সব পাওনা পরিশোধ করতে পারে। তা না হলে ধারাবাহিক আন্দোলন কর্মসূচি নেয়া হবে।
সভায় জানানো হয়, সমাবেশের আগে ১২ জুলাই থেকে ২০ জুলাইয়ের মধ্যে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে দেয়া হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. নূরে আলম বিপ্লব বলেন, শিক্ষকদের জীবন-জীবিকার ন্যায্য দাবি পূরণে বারবার আন্দোলনে যেতে হয়—এটা অত্যন্ত দুঃখজনক। সরকারি নিয়মে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা এখনও চালু হয়নি, যা অবিলম্বে নিশ্চিত করতে হবে। পাশাপাশি বেতন বৈষম্যও চিরতরে বন্ধ করতে হবে।
সভায় আরো বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা মহানগরের আহ্বায়ক মোহাম্মদ ইয়াছিন, কেন্দ্রীয় সহ-সভাপতি অমৃত কারণ, সহ-সাধারণ সম্পাদক আসমান আলী, এবং কার্যনির্বাহী সদস্য ওসমান গনি ও শামিম আহমেদ।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।