ছাত্রীকে বিয়ের পর অস্বীকার, প্রধান শিক্ষক গ্রেফতার | ছাত্র-শিক্ষক রাজনীতি নিউজ

ছাত্রীকে বিয়ের পর অস্বীকার, প্রধান শিক্ষক গ্রেফতার

মামলায় প্রধান শিক্ষক আকরাম হোসেনের প্রথম স্ত্রী স্বপ্না খাতুনকেও আসামি করা হয়েছে। এরপর আজ বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে নাটোর বনপাড়া থেকে তাকে আটক করে ব্যাব-৫ এর সদস্যরা।

#শিক্ষক

স্কুলছাত্রীকে বিয়ে করে তৃতীয় স্ত্রী বানানোর পর বিয়ে অস্বীকারের ঘটনায় প্রধান শিক্ষক আকরাম হোসেনের নামে ধর্ষণ মামলা হয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ মে) বিকেলে গ্রেফতার আকরাম হোসেন নওগাঁর মান্দা উপজেলার মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

সহযোগী হিসেবে মামলায় তার প্রথম স্ত্রী স্বপ্না খাতুনকেও আসামি করা হয়েছে। অন্যদিকে, আকরাম হোসেনের তৃতীয় বিয়ের খবর জানার পর দুই সন্তান নিয়ে বাবার বাড়ি চলে গেছেন তার দ্বিতীয় স্ত্রী রীনা আক্তার পুতুল।

জানা যায়, ২৬ মার্চ ওই ছাত্রীকে বিয়ে করেন তিনি। এখন ওই ছাত্রীর এসএসসি পরীক্ষা চলছে। এই খবর ভাইরাল হলে তদন্ত কমিটির সামনে ২৯ এপ্রিল বিয়ের কথা অস্বীকার করেন প্রধান শিক্ষক। এরপর ৩০ এপ্রিল মান্দা থানায় মামলা দায়ের করেন ছাত্রীর বাবা।

স্থানীয় বাসিন্দা ময়েজ উদ্দিন বলেন, ‘গত ২৬ মার্চ মুক্তিযোদ্ধা বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীকে বিয়ে করে তৃতীয় স্ত্রী হিসেবে ঘরে তোলেন প্রধান শিক্ষক আকরাম হোসেন।

বিষয়টি জানাজানি হলে প্রধান শিক্ষককে অপসারণসহ শাস্তির দাবিতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।’

কুসুম্বা গ্রামের বাসিন্দা সিদ্দিকুর রহমান বলেন, ‘প্রধান শিক্ষক আকরাম হোসেনের এসব কুকীর্তির ঘটনায় এলাকাবাসী মান্দার ইউএনও বরাবর অভিযোগ করেছে।

ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের হলরুমে তদন্ত কমিটির সামনে প্রধান শিক্ষক আকরাম হোসেন ওই ছাত্রীকে বিয়ে করার কথা অস্বীকার করেছেন।

এই সংবাদ প্রকাশ হয়ে পড়লে, ভুক্তভোগী ছাত্রীর পরিবারসহ এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠে।’

এই ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, ‘শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক আকরাম হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। সহযোগী আসামি করা হয়েছে তার প্রথম স্ত্রী স্বপ্না খাতুনকে।’

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#শিক্ষক