এখন মাই রবি ও মাই এয়ারটেল অ্যাপে বিকাশ অ্যাকাউন্টকে যুক্ত করে গ্রাহকরা পিন ছাড়াই নিরবচ্ছিন্নভাবে টক-টাইম, ইন্টারনেটসহ অন্যান্য সেবার পেমেন্ট করতে পারছেন। পাশাপাশি, ‘পছন্দের পেমেন্ট পার্টনার’ হিসেবেও বিকাশ-কে যুক্ত করা হয়েছে মাই রবি ও মাই এয়ারটেল অ্যাপ দুটিতে। এছাড়া, বিকাশ অ্যাপ থেকেও পছন্দমতো রবি’র ‘ইজি প্ল্যান’ ও এয়ারটেল-এর ‘মাই প্যাক’ কেনার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। এদিকে, ‘মাই রবি’ অ্যাপ থেকেই বিকাশ অ্যাকাউন্ট খোলার সেবাও সম্প্রতি শুরু হয়েছে।
উদ্ভাবনী এই সেবাগুলো গ্রাহকদের ডিজিটাল লাইফস্টাইলকে আরো স্বাচ্ছন্দ্যদায়ক, নিরাপদ ও ঝামেলাহীন করে তুলবে। গ্রাহকরা বিকাশকে একবার পছন্দের পেমেন্ট অপশন হিসেবে যুক্ত করে নিলে ওটিপি বা পিন ছাড়াই ওয়ান-ক্লিকে ডিজিটাল কনসেন্ট (সম্মতি) দিয়ে স্বয়ংক্রিয়ভাবে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। পাশাপাশি, বিকাশ অ্যাপের ‘আমার বিকাশ’ অপশন এ রবি ও এয়ারটেল গ্রাহকরা রবি’র ‘ইজি প্ল্যান’ ও এয়ারটেল-এর ‘মাই প্যাক’ থেকে নিজেদের প্রয়োজন অনুযায়ী অফার বেছে নিতে পারবেন।
এছাড়া, এখন ‘মাই রবি’ অ্যাপ থেকেই সহজে ও নির্বিঘ্নে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন রবি গ্রাহকরা। ‘মাই রবি’ অ্যাপের ‘সার্ভিস’ সেকশনে এখন থেকে ‘বিকাশ রেজিস্ট্রেশন’ নামে একটি ডেডিকেটেড আইকন থাকবে, যেখানে গ্রাহকরা মাত্র এক ক্লিকেই বিকাশের গ্রাহক নিবন্ধন প্রক্রিয়া শুরু করতে পারবেন। কিছু ভেরিফিকেশন ও সম্মতির পর গ্রাহকের জন্য বিকাশ নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এরপর প্রয়োজনীয় পদক্ষেপগুলি অনুসরণ করে ই-কেওয়াইসি (ইলেকট্রনিক নো ইওর কাস্টমার) প্রক্রিয়াটি পূরণ করতে হবে।