সরকারি বিধি মোতাবেক কসকনকপুর গাজির মোকাম দাখিল মাদরাসায় শূন্য পদে ১ জন সুপারিনটেনডেন্ট নিয়োগ দেয়া হবে।
আগ্রহী প্রার্থীগণ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে ১,০০০ টাকা কসকনকপুর গাজির মোকাম দাখিল মাদরাসার নামে পূবালী ব্যাংক পিএলসি, কালিগঞ্জ শাখা, সিলেট অনুকূলে অফেরতযোগ্য পে-অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্রাদিসহ সভাপতি বরাবর আবেদন করতে হবে।
যোগাযােগ: সভাপতি, কসকনকপুর গাজির মোকাম দাখিল মাদরাসা, ডাক: ব্রাহ্মণগ্রাম, উপজেলা: জকিগঞ্জ, জেলা: সিলেট।
মােবাইল : 01399130531