ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে গবেষণা দিবস উদযাপিত | বিশ্ববিদ্যালয় নিউজ

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে গবেষণা দিবস উদযাপিত

গবেষণা দিবসের আয়োজনের অন্যতম ছিল দুটি গুরুত্বপূর্ণ প্যানেল আলোচনা। প্রথমটি ছিলো ‘বাংলাদেশকে একটি উদ্ভাবনী জাতিতে রূপান্তরের জন্য গবেষণার গুরুত্ব’, যেখানে গবেষণার মাধ্যমে দেশের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

#ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি #গবেষণা

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে প্রথমবারের মতো ‘গবেষণা দিবস ২০২৫’ উদযাপন করা হয়েছে। গতকাল শনিবার রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তব্য প্রদান করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য শেলী এ. মু্বদি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারপার্সন এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

গবেষণা দিবসের আয়োজনের অন্যতম ছিল দুটি গুরুত্বপূর্ণ প্যানেল আলোচনা। প্রথমটি ছিলো ‘বাংলাদেশকে একটি উদ্ভাবনী জাতিতে রূপান্তরের জন্য গবেষণার গুরুত্ব’, যেখানে গবেষণার মাধ্যমে দেশের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে আলোচনা হয়। দ্বিতীয় আলোচনার বিষয় ছিলো ‘একাডেমিয়া-ইন্ডাস্ট্রি যৌথ গবেষণা: সুযোগ ও চ্যালেঞ্জ’, যেখানে শিল্প ও শিক্ষাক্ষেত্রের অংশীদারিত্বকে কেন্দ্র করে এ খাতের সভাবনা নিয়ে আলোচনা করা হয়।

আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট গবেষক অধ্যাপক হাসিনা খান, অধ্যাপক ড. রাশিদুল হক, ড. এ. কে. এম. মাসুদ এবং শিল্প খাত থেকে হুমায়রা আজম, ফিরোজ মোহাম্মদ ও শিহাব আহমেদ।

দিবসের অন্যতম আকর্ষণ ছিল ‘থ্রি-মিনিট প্রেজেন্টেশন’ সেশন, যেখানে বিভিন্ন বিভাগ থেকে শিক্ষার্থী ও শিক্ষকেরা তাঁদের চলমান গবেষণা উপস্থাপন করেন। পরে আয়োজন করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের। এখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়রিং বিভাগের অধ্যাপক ড. মোজাম্মেল হক আজাদ খানকে ‘লাইফ টাইম অ্যাচিভমেন্ট’ সম্মাননাসহ ৭২ জন শিক্ষার্থী ও শিক্ষককে গবেষণায় বিশেষ অবদানের জন্য সম্মাননা দেয়া হয়।

অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি #গবেষণা