ইমেরিটাস অধ্যাপক ড. এ এফ সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, ‘ফ্রান্সিস বেকন ইংল্যান্ডের সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ বিচারক ছিলেন।
কিন্তু বিজ্ঞানের জন্য গবেষণা করতে গিয়ে তিনি প্রাণ দিয়েছেন। শুধু উন্নতির জন্য নয়, পৃথিবীকে বোঝার জন্য এবং পৃথিবীকে বদলানোর জন্য গবেষণা প্রয়োজন।’
শুক্রবার (২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘ডিইউ রিসার্চ এক্সিলেন্স রিকগনিশন ২০২৫’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেছেন, ‘আমরা যে উন্নতি আমরা দেখছি, সেই উন্নতি হলো অবনতি। ব্যক্তি মালিকানা সামাজিক মালিকানাকে বিপর্যস্ত করেছে। মানুষের ভোগবাদ চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে।
এসব বিষয় নিয়ে আমাদের ভাবতে হবে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য গবেষণা খুবই দরকার।’
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।