আবু সাঈদ হ*ত্যায় অভিযুক্ত ৪ শিক্ষার্থীর আবাসিকতা বাতিল | বিশ্ববিদ্যালয় নিউজ

আবু সাঈদ হত্যায় অভিযুক্ত ৪ শিক্ষার্থীর আবাসিকতা বাতিল

শহীদ মুখতার ইলাহী হল-এর নীতিমালা-২০১৫ অনুসারে কোনো শিক্ষার্থী তিন মাসের অধিক সময় হলে অনুপস্থিত থাকলে তার সিট অটোমেটিক বাতিল হয়ে যায়।

#আবু সাঈদ #বেরোবি #শিক্ষার্থী

জুলাই ২৪ বিপ্লবে আবু সাঈদ হত্যাকাণ্ডে অভিযুক্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শহীদ মুখতার ইলাহী হলের ৪ শিক্ষার্থীর আবাসিকতা বাতিল করেছে হল প্রভোস্ট বডি। সোমবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট বডির স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের আবাসিকতা বাতিল করা হয়।

বহিষ্কৃতদের মধ্যে রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মানিক চন্দ্র সেন (রুম ৩০২), এস এম লাবু ইসলাম (রুম ৩০৩), ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের মো. মেহেদী হাসান মিরাজ (রুম৩০৩) এবং ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সেজান আহম্মেদ ওরফে আরিফ (রুম ৬০৫)। বহিষ্কৃতরা প্রত্যেকে ২০২০-২১ সেশনের শিক্ষার্থী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভা ও ২০ মার্চ ২০২৫ তারিখে অনুষ্ঠিত শৃঙ্খলা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডে অভিযুক্ত শিক্ষার্থীদের বিষয়ে সিদ্ধান্তের আলোকে এবং শহীদ মুখতার ইলাহী হল-এর নীতিমালা ও হল প্রভোস্ট বডির সভার সিদ্ধান্ত অনুযায়ী এই চারজনের আবাসিকতা বাতিল করা হলো।

এ বিষয়ে শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. কামরুজ্জামান বলেন, জুলাই ২৪ বিপ্লবে আবু সাঈদ হত্যাকাণ্ডে অভিযুক্ত ৪ শিক্ষার্থীকে শৃঙ্খলা বোর্ড, সিন্ডিকেট এবং হল প্রভিস্টের সিদ্ধান্ত ক্রমে হল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া শহীদ মুখতার ইলাহী হল-এর নীতিমালা-২০১৫ অনুসারে কোনো শিক্ষার্থী তিন মাসের অধিক সময় হলে অনুপস্থিত থাকলে তার সিট অটোমেটিক বাতিল হয়ে যায়।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#আবু সাঈদ #বেরোবি #শিক্ষার্থী