গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, ফেল ৫৪ শতাংশ | পরীক্ষা নিউজ

গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, ফেল ৫৪ শতাংশ

আজ মঙ্গলবার (১৩ মে) বিকেল ৩টা ৪০ মিনিটের পর থেকে ফলাফল ওয়েবসাইটে (gstadmisson.ac.bd) প্রকাশিত হয়েছে।

জিএসটি গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।

এ পরীক্ষায় পাস করেছেন ৫৭ হাজার ৪২৫ জন যা মোট পরীক্ষার্থীর ৪৫ দশমিক ৭৪ শতাংশ এবং ফেল করেছেন ৬৮ হাজার ১২৮ জন যা ৫৪ দশমিক ২৬ শতাংশ।

মঙ্গলবার (১৩ মে) বিকেল থেকে এ ফল ওয়েবসাইটে (gstadmisson.ac.bd) দেখা যাচ্ছে।

ভর্তিচ্ছুরা লগইন করে ফল জানতে পারবেন। এছাড়া ভর্তি সংক্রান্ত পরবর্তী কার্যক্রমের অন্যান্য তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে।

জানা গেছে,‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিলো ১ লাখ ৪২ হাজার ৭১৪ জন। অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিলো ১ লাখ ২৫ হাজার ৫৫৩ জন যা মোট শিক্ষার্থীর ৮৭ দশমিক ৯৮ শতাংশ।

পরীক্ষায় পাস করেছেন ৫৭ হাজার ৪২৫ জন যা ৪৫ দশমিক ৭৪ এবং ফেল করেছেন ৬৮ হাজার ১২৮ জন যা ৫৪ দশমিক ২৬ শতাংশ। অনুপস্থিতির সংখ্যা ১৭ হাজার ১৬১ জন যা ১২ দশমিক ২ শতাংশ।

ওএমআর বাতিলের সংখ্যা ৩৯টি। সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৮৪ দশমিক ৭৫ ও সর্বনিম্ন প্রাপ্ত নম্বর মাইনাস ১৫ দশমিক ৭৫।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে ফলাফল ঘোষণার পর কমিটির আহ্বায়ক সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান।

এর আগে গত ২৫ এপ্রিল ‘সি’, ২ মে ‘বি’ এবং ৯ মে ২০২৫ তারিখে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১ টি বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

এ নিয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সব ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন এবং ফলও প্রকাশিত হয়েছে।

কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, ভর্তি পরীক্ষা কাজে যারা রাতদিন অত্যন্ত পরিশ্রম করেছেন তাদের সবাইকে ধন্যবাদ।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।