নাটোরের সদর উপজেলায় মোবাইল চুরি সন্দেহকে কেন্দ্র করে এক এসএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাতে খোরশেদ আলী (৬০) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন।
বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় দিঘাপতিয়া ইউনিয়নের তেগাছী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত খোরশেদ আলী ওই গ্রামের বাসিন্দা ইউনুস আলীর ছেলে। ঘটনার পরপরই অভিযুক্ত ১৭ বছর বয়সী শিক্ষার্থী পালিয়ে যায়। সে স্থানীয় একটি স্কুলের এবারের এসএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে খোরশেদের মোবাইল ফোনটি চুরি হয়। তিনি সন্দেহ করেন পাশের বাড়ির এসএসসি পরীক্ষার্থীর দিকে।
এ নিয়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডার এক পর্যায়ে ওই শিক্ষার্থী ধারালো ছুরি দিয়ে খোরশেদের গলায় আঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় খোরশেদকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মামাতো ভাই ফারুক হোসেন জানান, খোরশেদ পেশায় একজন রিকশাচালক ছিলেন। তার স্ত্রী ও সন্তান ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন।
তিনি গ্রামে একাই বসবাস করতেন। মোবাইল চুরি নিয়ে সন্দেহ করায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন তিনি।নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান বলেন, “মোবাইল চুরি সন্দেহে রিকশাচালক খোরশেদকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
ঘটনার পেছনে পূর্বপরিকল্পনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। অভিযুক্ত শিক্ষার্থীকে ধরতে পুলিশ ও গোয়েন্দা বাহিনী যৌথভাবে অভিযান চালাচ্ছে।”