ছবি : সংগৃহীত
এবার রাজধানীর শ্যামলীতে দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তোভোগীর জামা ও জুতাও খুলে নিয়ে গেছে ছিনতাইকারীরা।
সম্প্রতি এমন ঘটনার দৃশ্য ধারা পড়েছে সিসি ক্যামেরায় আর সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে বিভিন্ন মাধ্যমে। আইন-শৃঙ্খলার চরম অবনতি হয়েছে বলে মন্তব্য করেছেন সচেতন মহল।
জানা গেছে, রাজধানীর আদাবর মোহাম্মদপুরে দিনে দুপুরে চাপাতি ধরে চলে চাঁদাবাজি ছিনতাইয়ের ঘটনা। ২০২৪ খ্রিষ্টাব্দের ৩ অক্টোবর দুপুর ২টার দিকে ঢাকা উদ্যান ৫ নম্বর রোডে একটি ভয়াবহ ঘটনা ঘটে। এ সময় মিরাজ ও সোহাগ নামে দুজন ব্যক্তির কাছ থেকে দুটি মোবাইল ও আনুমানিক ৪০ হাজার টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা।
এর কিছুদিন পর অক্টোবরের ২৪ তারিখ নেসলে কোম্পানির গাড়ি আটকিয়ে ছয় ছিনতাইকারী ১১ লাখ ৮৫ হাজার টাকা ছিনতাই করে পালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বছরের ২০ অক্টোবর সকাল পৌনে ১০টার দিকে মোহাম্মদপুর হাউজিং লিমিটেড এলাকায় এ ঘটনা ঘটে। এ সব এলাকায় দামি ফোন, টাকা এগুলো নিয়ে চলাফেরা করতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।