জাবিপ্রবির শিক্ষক রিপন রায়ের বাসায় চুরি | বিশ্ববিদ্যালয় নিউজ

জাবিপ্রবির শিক্ষক রিপন রায়ের বাসায় চুরি

‘জানালার গ্রিল কেটে বাসায় ঢুকে চোরেরা আমার নিজস্ব ও বিশ্ববিদ্যালয়ের ২টি ল্যাপটপ, কৃতি শিক্ষার্থী হিসেবে পাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১টি গোল্ড মেডেল ও প্রায় ৪০/৫০ হাজার নগদ টাকা চুরি করে৷

#চুরি #শিক্ষক

ছবি : সংগৃহীতছবি : সংগৃহীত

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও সদ্য সাবেক চেয়ারম্যান রিপন রায়ের বাসায় চুরির ঘটনা ঘটেছে৷ জামালপুর শহরের দেওয়ানপাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে।

জানা গেছে, শনিবার (১৭ মে) ভোর ৬টার দিকে ছুটি শেষে সুনামগঞ্জ থেকে এসে জামালপুর শহরের দেওয়ানপাড়া বাসায় রিপন রায় দেখেন, জানালার গ্রিল কাটা ও বাসার আসবাবপত্র এলোমেলো হয়ে আছে।

এর আগে গত শনিবার (১০ মে) তিনি ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে গ্রামের বাড়ি সুনামগঞ্জে গিয়েছিলেন৷ এরপর জামালপুরে ফিরে দেখেন তার বাসার জানালার গ্রিল কাটা ও বাসার আসবাবপত্র এলোমেলো হয়ে আছে।

এ বিষয়ে সহকারী অধ্যাপক রিপন রায় বলেন, ‘জানালার গ্রিল কেটে বাসায় ঢুকে চোরেরা আমার নিজস্ব ও বিশ্ববিদ্যালয়ের ২টি ল্যাপটপ, কৃতি শিক্ষার্থী হিসেবে পাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১টি গোল্ড মেডেল ও প্রায় ৪০/৫০ হাজার নগদ টাকা চুরি করে৷ এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেছি। এ ছাড়াও জামালপুর সদর থানায় সাধারণ ডায়েরি করেছি৷’

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#চুরি #শিক্ষক