এনএসইউতে শ্রম অধিকার নিয়ে গোলটেবিল | বিশ্ববিদ্যালয় নিউজ

এনএসইউতে শ্রম অধিকার নিয়ে গোলটেবিল

‘শ্রমিকের প্রতি দায়িত্ববান হতে হবে মালিকদের। সরকার একা সবকিছু সামলাতে পারে না।’

#এনএসইউ

শ্রমিকদের অধিকার নিশ্চিতে শিক্ষার্থীদের সচেতন করতে ‘বাংলাদেশে শ্রম অধিকার: চ্যালেঞ্জ, সংস্কার ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ)। আন্তর্জাতিক শ্রম দিবস ২০২৫ উদযাপনের অংশ হিসেবে মঙ্গলবার (২৯ এপ্রিল) এই আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (এসআইপিজি)-এর সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ (সিএমএস)।

অনুষ্ঠানের শুরুতে শ্রম ও নৌপরিবহন মন্ত্রণালযয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ‘শ্রমিকের প্রতি দায়িত্ববান হতে হবে মালিকদের। সরকার একা সবকিছু সামলাতে পারে না।’ তিনি শ্রমিক অধিকার নিশ্চিতে মালিকদের জবাবদিহিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এবং অ্যাকাডেমিয়ার সরাসরি সম্পৃক্ততার আহ্বান জানান।

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী বলেছেন, ‘শ্রম মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক শ্রমিকদের অধিকার উন্নয়নের জন্য এক শক্তিশালী অঙ্গীকারের প্রতিফলন। শ্রম আইনকে আরও ভালোভাবে শিক্ষার্থীদের পাঠ্যক্রমে যুক্ত করা হবে, যাতে তারা ভবিষ্যতে সমাজের প্রতি দায়িত্বশীল নেতা হিসেবে গড়ে উঠতে পারে।’

অনুষ্ঠানের শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যা শ্রম সংক্রান্ত গবেষণা ও নীতিমালার উন্নয়নে যৌথ সহযোগিতার অঙ্গীকার প্রকাশ করে।

এসময় আরো বক্তব্য দেন এনএসইউ-এর পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোসিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. ইশরাত জাকিয়া সুলতানা, বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মো. রিজওয়ানুল ইসলাম, সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ (সিএমএস)-এর সমন্বয়ক ও সহযোগী অধ্যাপক ড. সেলিম রেজা, আইএলও বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার নারান রামজুথান, শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালযয়েল সচিব এ এইচ এম শফিকুজ্জামান প্রমুখ।

#এনএসইউ