রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২০২৫ সেশনের ভর্তি পরীক্ষা পাঁচটি আঞ্চলিক কেন্দ্রে নেয়া হবে। একই সঙ্গে এ ও সি ইউনিটের ভর্তি পরীক্ষা এক শিফটের পরিবর্তে দুই শিফটে অনুষ্ঠিত হবে। আর বি ইউনিটের পরীক্ষা আগের বিধান অনুযায়ী এক শিফটে অনুষ্ঠিত হবে।
গতকাল মঙ্গলবার এসব সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, আবেদনকারীদের প্রথম পছন্দক্রম অনুযায়ী আঞ্চলিক কেন্দ্রে তাদের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস করা হবে।
বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাবি ২০২৪-২০২৫ সেশনের সকল ইউনিটে (এ, বি ও সি) আবেদনকারীদের প্রথম পছন্দক্রম অনুযায়ী আঞ্চলিক কেন্দ্রে তাদের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস করা হবে।
তবে এ ও সি ইউনিটের ভর্তি পরীক্ষা পূর্ব নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হবে, তবে পূর্ব নির্ধারিত এক শিফটের পরিবর্তে এখন তা দুই শিফটে অনুষ্ঠিত হবে। প্রথম শিফটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১টা থেকে ১২টা এবং দ্বিতীয় শিফট আড়াইটা থেকে সাড়ে ৩টা। অন্যদিকে, বি ইউনিটের পরীক্ষা পূর্বের তারিখ ও সময় ঠিক রেখে একটি মাত্র শিফটেই অনুষ্ঠিত হবে।
বিশেষ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সকল ইউনিটের (এ, বি ও সি) ভর্তি পরীক্ষার্থীদের আগামী ১৩ মার্চ বিকাল ৪টার পর নতুন রোল ও কেন্দ্রসহ নতুন প্রবেশপত্র ইস্যু করা হবে। ফলে তাদের আগের সকল ইউনিটের ইস্যুকৃত প্রাথমিক প্রবেশপত্রগুলো বাতিল বলে গণ্য হবে।
তাছাড়া, ভবন ও কক্ষের তথ্যসহ বিস্তারিত ঠিকানা উল্লেখপূর্বক চূড়ান্ত প্রবেশপত্র সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষার ৩ দিন পূর্বে ডাউনলোড করা যাবে।
বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থীকে নির্দিষ্ট কেন্দ্রের নির্ধারিত কক্ষে পরীক্ষা দিতে হবে এবং পদ্ধতিগত কারণে এক কেন্দ্রের জন্য নির্ধারিত প্রার্থীর পরীক্ষা অন্য কেন্দ্র বা কক্ষে গ্রহণ সম্ভব নয়। বিধায় পরীক্ষার্থীর জন্য চূড়ান্ত প্রবেশপত্র ডাউনলোড করে কেন্দ্র ও কক্ষ জেনে নেয়া আবশ্যক।