ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্রের সঙ্গে দেখা করতে এসে সব খোয়ালেন রাবি ছাত্রী | বিশ্ববিদ্যালয় নিউজ

ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্রের সঙ্গে দেখা করতে এসে সব খোয়ালেন রাবি ছাত্রী

ছাত্রীকে ঢাকার বসুন্ধরা এলাকায় নিয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন সিয়াম। পথে সাভারের রাজফুলবাড়িয়া পুলিশ টাউন গেটে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুজন তাদের ওপর হামলা করে।

#ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি #রাবি #ছাত্রী #ছাত্র

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা গণমাধ্যম ও যোগাযোগ (জেএমসি) বিভাগের এক ছাত্রের সঙ্গে ফেসবুকে পরিচয় হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রীর। রাজশাহী থেকে সাভারে ওই ছাত্রের সঙ্গে দেখা করতে এসে মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র খোয়া গেছে ছাত্রীর।

গতকাল রোববার ঢাকার সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগে এসব উল্লেখ করেন রাবি ছাত্রী।

জানা গেছে, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ওই ছাত্রের নাম চৌধুরী সিয়াম সিমান্ত (২৪)। তিনি জেএমসি বিভাগের ৪৭তম ব্যাচের ছাত্র।

অভিযোগপত্রে ওই ছাত্রী জানান, প্রায় তিন বছর আগে ফেসবুকের মাধ্যমে সিয়ামের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে সিয়াম রাজশাহী গিয়ে ওই ছাত্রীর সঙ্গে দেখা করেন। গত ২১ মে সিয়ামের সঙ্গে দেখা করতে রাজশাহী থেকে সাভারে আসেন ওই ছাত্রী। তাকে এক বান্ধবীর বাসায় থাকার ব্যবস্থা করেন সিয়াম।

২২ মে রাতে ওই ছাত্রীকে ঢাকার বসুন্ধরা এলাকায় নিয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন সিয়াম। পথে সাভারের রাজফুলবাড়িয়া পুলিশ টাউন গেটে পৌঁছালে মোটরসাইকেলে আসা দুজন তাদের ওপর হামলা করে। তারা ছাত্রীর কাছ থেকে দুটি স্মার্টফোন (দাম আনুমানিক ১ লাখ ২০ হাজার টাকা), একটি বাটন ফোন, ১২ হাজার টাকার স্বর্ণের আংটি, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ একটি ব্যাগ ছিনিয়ে নেয়। এ ছাড়া সিয়ামের কাছ থেকে একটি মোবাইল ফোন নিয়ে যায় তারা।

পরের দিন সিয়াম অভিযোগকারী রাবি ছাত্রীকে জানান, ছিনতাই হওয়া জিনিসপত্র ফেরত পেতে হলে তাকে ৩০ হাজার টাকা দিতে হবে। এরপর ভুক্তভোগী বুঝতে পারেন, ছিনতাইয়ের ঘটনা পূর্বপরিকল্পিত ছিল এবং এতে সিয়াম জড়িত। ওই বিষয়টি বুঝতে পেরে প্রতিবাদ জানালে সিয়াম তাকে গালিগালাজ করেন এবং আইনগত পদক্ষেপ নিলে প্রাণে মেরে ফেলার হুমকি দেন।

ওই ছাত্রী ও সিয়ামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

এ বিষয়ে সাভার মডেল থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, ছিনতাইয়ের বিষয়ে খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি #রাবি #ছাত্রী #ছাত্র