রুয়া নির্বাচন: ভোটার হিসেবে অন্তর্ভুক্তির নতুন নিদের্শনা | বিশ্ববিদ্যালয় নিউজ

রুয়া নির্বাচন: ভোটার হিসেবে অন্তর্ভুক্তির নতুন নিদের্শনা

নোটিশে বলা হয়েছে, সদস্য হবার ক্ষেত্রে নির্ধারিত ফি জমাদানের রশিদে অবশ্যই আবেদনকারীর নাম এবং মোবাইল নম্বর দিতে হবে। আগামী ৩১ মে এর মধ্যে যারা জীবন সদস্য হবেন তারা কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২৫ এ ভোটার হিসেবে গণ্য হবেন।

#রাজশাহী বিশ্ববিদ্যালয় #রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) সদস্য আহ্বান করা হয়েছে। একইসঙ্গে ৩১ মে-এর মধ্যে জীবন সদস্য না হলে ভোটার বলে গণ্য হবেন না বলে জানানো হয়েছে।

রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ওয়েবসাইটে এ সংক্রান্ত নোটিশ প্রকাশ করেছে।

নোটিশে বলা হয়েছে, সদস্য হবার ক্ষেত্রে নির্ধারিত ফি জমাদানের রশিদে অবশ্যই আবেদনকারীর নাম এবং মোবাইল নম্বর দিতে হবে। আগামী ৩১ মে এর মধ্যে যারা জীবন সদস্য হবেন তারা কার্যনির্বাহী কমিটির নির্বাচন ২০২৫ এ ভোটার হিসেবে গণ্য হবেন।

এর আগে, রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুয়া) কার্যনির্বাহী কমিটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবন ঘেরাও কর্মসূচি পালন করেছে সংগঠনটির বিভিন্ন পদে প্রতিদ্বন্ধিতাকারী জামায়াত-শিবির নেতা-কর্মীরা। গত বৃহস্পতিবার বিকেলে উপাচার্যের বাসভবনের সামনে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ করে সাবেক শিক্ষার্থীরা। পরে সেখানে বর্তমান শিক্ষার্থীরাও অংশ নেন।

পরে শুক্রবার রাতে অ্যাসোসিয়েশনের (রুয়া) পাঁচ সদস্যবিশিষ্ট নতুন অ্যাডহক কমিটি ও পাঁচ সদস্য।

#রাজশাহী বিশ্ববিদ্যালয় #রাবি