রাবির ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী ৬ জুলাই | বিশ্ববিদ্যালয় নিউজ

রাবির ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী ৬ জুলাই

৬ জুলাই সকাল দশটায় জাতীয় সংগীত পরিবেশন ও প্রশাসন ভবন-১ এর সামনে জাতীয় পতাকা উত্তোলন। সকাল সাড়ে দশটায় বেলুন, ফেস্টুন ও পায়রা অবমুক্তকরণ। এরপর শোভাযাত্রা।

#রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী ৬ জুলাই উদযাপন করা হবে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর চৌধুরী রফিকুল আবরার।

শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বিস্তারিত বলা হয়েছে, ৬ জুলাই সকাল দশটায় জাতীয় সংগীত পরিবেশন ও প্রশাসন ভবন-১ এর সামনে জাতীয় পতাকা উত্তোলন। সকাল সাড়ে দশটায় বেলুন, ফেস্টুন ও পায়রা অবমুক্তকরণ। এরপর শোভাযাত্রা। বেলা ১১টায় বৃক্ষরোপণ। বেলা সাড়ে ১১টায় সিনেট ভবনে আলোচনা সভা। বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে খেলাধুলা।

প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আয়োজন আলোচনা সভা অনুষ্ঠিত হবে বেলা সাড়ে ১১টায় সিনেট ভবনে। এতে প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর চৌধুরী রফিকুল আবরার।

সভায় সভাপতিত্ব করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব। আলোচক হিসেবে থাকবেন পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ইমেরিটাস ড. এ কে এম আজহারুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন।

পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#রাজশাহী বিশ্ববিদ্যালয়