ইএফটিতে বেতন: ষষ্ঠ ধাপের প্রস্তাব মন্ত্রণালয়ে | এমপিও নিউজ

ইএফটিতে বেতন: ষষ্ঠ ধাপের প্রস্তাব মন্ত্রণালয়ে

এ ধাপে মোট ১০ হাজার ১১৩ জন শিক্ষক- কর্মচারী রয়েছেন। এর মধ্যে স্কুলের ৭ হাজার ৮১৯ জন ও কলেজের ২ হাজার ২৯৪ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

#এমপিও #ইএফটি

এমপিওভুক্ত শিক্ষকদের আইবাস ডাবল প্লাস সফটওয়্যারে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারে (ইএফটি) ডিসেম্বরের ষষ্ঠ ধাপের প্রস্তাব ছাড়ের জন্য মন্ত্রণালয়ে আজ বুধবার পৌঁছেছে। এ ধাপে মোট ১০ হাজার ১১৩ জন শিক্ষক- কর্মচারী রয়েছেন। এর মধ্যে স্কুলের ৭ হাজার ৮১৯ জন ও কলেজের ২ হাজার ২৯৪ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য জানিয়েছে।

সূত্র জানিয়েছে, শিক্ষক-কর্মচারীদের ঈদের আগে বেতন-ভাতা দিতে কর্মকর্তারা দিন-রাত কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আজ বুধবার ছুটির দিনেও তারা কাজ করেছেন।

জানা গেছে, এ ধাপে তথ্য সংশোধন ও প্রোফাইল আপডেট করা শিক্ষক-কর্মচারীরা রয়েছেন। তাদের প্রস্তাব অনুমোদনের পরে আগামীকাল বৃহস্পতিবার জিও জারি হতে পারে। তার পরপরই শিক্ষক-কর্মচারীরা বেতনের মেসেজ পাওয়া শুরু করবেন।

#এমপিও #ইএফটি