জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিবারের পাশে সিকৃবি | বিশ্ববিদ্যালয় নিউজ

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের পরিবারের পাশে সিকৃবি

সহিংসতা ও অস্থিরতা কোনো সমস্যার স্থায়ী সমাধান হতে পারে না। গণতান্ত্রিক পন্থায় মতপ্রকাশ ও দাবি আদায়ের চর্চা সমাজে শান্তি ও সমবেদনা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

#গণঅভ্যুত্থান #জুলাই আন্দোলন #জুলাই শহীদ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর উদ্যোগ নিয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি)। এ কর্মসূচির আওতায় শহীদদের কবর জিয়ারত, শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং আর্থিক সহায়তা প্রদান শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৯ জুলাই) জুলাই আন্দোলনে শহীদ মো. মুস্তাক আহমদের কবর জিয়ারত করেন সিকৃবি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। পরে তিনি শহীদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. এ.টি.এম মাহবুব-ই-ইলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদার, জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের পরিচালক খসরু মোহাম্মদ সালাহউদ্দিনসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ভাইস চ্যান্সেলর বলেন, সহিংসতা ও অস্থিরতা কোনো সমস্যার স্থায়ী সমাধান হতে পারে না। গণতান্ত্রিক পন্থায় মতপ্রকাশ ও দাবি আদায়ের চর্চা সমাজে শান্তি ও সমবেদনা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও জানান, শহীদদের স্মৃতিকে সম্মান জানাতে এবং পরিবারগুলোর পাশে থাকার এই প্রয়াস অব্যাহত থাকবে।

শেষে শহীদ মুস্তাক আহমদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদান ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দেয়া হয়।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#গণঅভ্যুত্থান #জুলাই আন্দোলন #জুলাই শহীদ