প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে উচ্চশিক্ষার সুযোগ দেয় সৌদি আরব। বাংলাদেশি শিক্ষার্থীরাও এই সুযোগ পেয়ে থাকেন। দেশটির নানা বিশ্ববিদ্যালয়ে অনেক বাংলাদেশি শিক্ষার্থী বর্তমানে পড়াশোনা করছেন।
সৌদি আরবের কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয় বৃত্তি ২০২৫-২৬-এর জন্য আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। সম্পূর্ণ অর্থায়িত এই বৃত্তির আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।
সৌদি আরবে পড়াশোনার জন্য প্রথমে দেশটির বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা শিক্ষা ইনস্টিটিউটে ভর্তি হতে হয়। ভাষা শিক্ষা ইনস্টিটিউটে সন্তোষজনক ফল অর্জিত হলে স্নাতক কোর্সে ভর্তির সুযোগ পাওয়া যায়। সৌদি আরবের জেদ্দায় ১৯৬৭ খ্রিষ্টাব্দে শেখ মুহাম্মাদ আবু বকর বাখাসাব পাশা এবং লেখক হামযা বোগারির তথ্যাবধানে বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে এটির যাত্রা শুর হয়। এরপর ১৯৭৪ খ্রিষ্টাব্দে বাদশাহ আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়টিকে সরকারিকরণ করেন। অর্থনীতি ও প্রশাসন অনুষদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। এরপর একে একে বিভিন্ন ডিপার্টমেন্ট চালু করা হয়েছে।
টাইমস হায়ার এডুকেশন র্যাংকিংয়ে আরব বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বিশ্ববিদ্যালয়টি প্রথম। ২৪টি অনুষদ রয়েছে, যার মধ্যে ১৫টি ক্যাম্পাসে অবস্থিত এবং ৯টি ক্যাম্পাসের বাইরে অবস্থিত। বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ২ হাজার ফ্যাকাল্টি এবং ৩৭ হাজারেরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করেন।
সৌদি আরবের শিক্ষাব্যবস্থা মূলত কোরআন-সুন্নাহভিত্তিক। দেশটিতে সব ধরনের শিক্ষা অবৈতনিক। সব শিক্ষা উপকরণ বিনা মূল্যে সরবরাহ করা হয়। মক্কা নগর থেকে কিছুদূরে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় অবস্থিত। এখানে ইসলামি শিক্ষার পাশাপাশি আধুনিক বিজ্ঞানভিত্তিক বিষয়ও পড়ানো হয়। আধুনিক ক্লাসরুম, সুপরিসর ক্যাম্পাস, অত্যাধুনিক লাইব্রেরি ও ল্যাবরেটরি, উন্নত হোস্টেল ব্যবস্থাপনা এবং গবেষণা উপযোগী সুন্দর পরিবেশের কারণে এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে বেশ পছন্দের।
অধ্যায়নের বিষয়সমূহ
কলা ও মানবিক অনুষদ, অর্থনীতি ও প্রশাসন অনুষদ, বিজ্ঞান অনুষদ, প্রকৌশল অনুষদ, সামুদ্রিক বিজ্ঞান অনুষদ, পরিবেশগত নকশা অনুষদ, কম্পিউটিং ও তথ্যপ্রযুক্তি অনুষদ। এসব অনুষদের অধীনে অন্তত ৫-৬টি করে বিভাগ রয়েছে।
সুযোগ-সুবিধা
স্নাতকের শিক্ষার্থীদের বই কেনার ভাতা
স্বাস্থ্যসেবা ভাতা
আবাসন সুবিধা
খাবারের ব্যবস্থা
নির্বাচিত শিক্ষার্থীদের দেশটিতে প্রথমবার যাওয়ার খরচ হিসেবে ১ হাজার ৮০০ রিয়াল দেয়া হবে
মাসিক ৯০০ সৌদি আরবিয় রিয়াল দেয়া হবে
আবেদনের যোগ্যতা
স্নাতক ডিগ্রির জন্য প্রার্থীদের ২৫ বছর, মাস্টার্সের জন্য ৩০ বছর ও পিএইচডির জন্য ৩৫ বছরের বেশি হওয়া যাবে না। স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে মানসম্পন্ন ডিগ্রি থাকতে হবে। শিক্ষার্থীদের ভাষা দক্ষতা সনদ থাকতে হবে। এ ছাড়া শিক্ষার্থীদের ভর্তির প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
বৈধ পাসপোর্টের কপি।
সৌদি দূতাবাস থেকে সত্যায়িত স্নাতক সার্টিফিকেটের কপি
জীবনবৃত্তান্ত
ইসলামিক স্টাডিজ এবং আরবি ভাষা ছাড়া সব প্রোগ্রামের জন্য ‘উদ্দেশ্য বিবৃতি’ ইংরেজিতে লিখতে হবে
সাবেক দুই অধ্যাপকের সুপারিশপত্র জমা দিতে হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা এ ওয়েবসাইটে https://studyinsaudi.moe.gov.sa/ গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা
১৪ জুন ২০২৫ (স্নাতকদের জন্য) ও ৩১ অক্টোবর ২০২৫ (স্নাতকোত্তর ও পিএইচডির জন্য)।