ছবি: শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নেওয়া
যুক্তরাজ্যে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) করতে আগ্রহীদের জন্য দারুণ সুযোগ দিচ্ছে ব্রিটেনের অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান শেফিল্ড বিশ্ববিদ্যালয়। ম্যানেজমেন্ট স্কুল ২০২৫ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর সেশনে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য এমবিএ প্রোগ্রামে ৫০ শতাংশ পর্যন্ত টিউশন ফি ছাড় দিচ্ছে বিশ্ববিদ্যালয়টি। এ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা পাবেন সরাসরি টিউশন ফি মওকুফের সুবিধা।
বৃত্তির মূল বৈশিষ্ট্য
৫০% পর্যন্ত টিউশন ফি মওকুফ;
নগদ অর্থ নয়, সরাসরি টিউশন ফিতে প্রযোজ্য;
বৃত্তির জন্য আলাদা আবেদনপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই;
যারা ইতোমধ্যেই অন্য কোনো স্কলারশিপ বা আর্থিক সহায়তা পাচ্ছেন, তারা এই বৃত্তির জন্য বিবেচিত হবেন না।
যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া: আবেদনকারীদের অবশ্যই শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ প্রোগ্রামে ভর্তির ওফার লেটার পেতে হবে। ভর্তি আবেদন, জমা দেয়া কাগজপত্র এবং সাক্ষাৎকারের ভিত্তিতে নির্বাচন করা হবে প্রার্থীকে। প্রার্থীদের প্রেরিত এসওপি (স্টেটমেন্ট অব পারপাস), রিকমেন্ডেশন লেটার, ও সহায়ক ডকুমেন্টস যাচাই করে মূল্যায়ন করবে বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ প্যানেল।
মূল্যায়নে যে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে (২০০ শব্দের মধ্যে প্রতিটি):
আপনি কেন এমবিএ করতে চান?
আপনার মূল শক্তিগুলো কী এবং কোন কোন ক্ষেত্রে উন্নতি দরকার?
শেফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ কীভাবে আপনার ক্যারিয়ার গঠনে সহায়তা করবে?
আপনার পেশাগত অর্জনগুলো কীভাবে ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে ভূমিকা রাখবে?
এসব প্রশ্নের উত্তরের ভিত্তিতে প্রার্থীদের নির্দিষ্ট স্কোর দেওয়া হবে এবং সেখান থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।
শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে স্কলারশিপ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে। আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। তাই এখনই প্রস্তুতি নিতে শুরু করুন।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।