নেত্রকোনার হাওরাঞ্চল মোহনগঞ্জে এসএসসি ও এইচএসসি পর্যায়ে দরিদ্র মেধাবী ২৯ জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তির চেক প্রদান করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল) দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের (ডিএসকে) উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার নেত্রকোনা দক্ষিণ ও সুনামগঞ্জ জোনের (ঋণ কার্যক্রম) সহকারী পরিচালক এসএম ফারুক রানা।
ডিএসকের সংস্থার মোহনগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক মিলন চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মোহনগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চয়ন, শাখা ব্যবস্থাপক শংকর কুমার মজুমদার, আলমগীর আযাদ, মাহাবুব আলম, রিফাত বিন হাবীব, শাহ্ মো. আবু বক্কর সিদ্দিক, শিক্ষার্থীর অভিভাবক শিখা রানী সরকার, শিক্ষার্থী প্রিয়া আক্তার প্রমুখ।
প্রধান অতিথি এসএম ফারুক রানা দৈনিক শিক্ষাডটকমকে জানান, ডিএসকের উদ্যোগে হাওরাঞ্চলের বিভিন্ন স্কুল কলেজের দরিদ্র ও মেধাবী ২৯ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এরমধ্যে এসএসসি পর্যায়ে ১৬ জন শিক্ষার্থীর প্রত্যেকের হাতে ১২ হাজার টাকা ও এইচএসসি পর্যায়ে ১৩ জন শিক্ষার্থীর প্রত্যেকের হাতে ২৪ হাজার টাকার চেক প্রদান করেছি। হাওরাঞ্চলে শিক্ষার মানোন্নয়নে সংস্থার পক্ষ থেকে এই কার্যক্রম অব্যাহত থাকবে।