ইতালির পাদোয়া বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দুই বছর মেয়াদি স্নাতক এবং তিন বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে স্কলারশিপ দিচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের অন্য দেশ থেকে শিক্ষার্থীরা এই সুযোগ নিতে পারবেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়টি সেরা বৈশ্বিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১১৫তম অবস্থানে। উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অন্যতম পছন্দ। ১২২২ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত পাদোয়া বিশ্ববিদ্যালয়, যা ইতালির দ্বিতীয় পুরোনো এবং বিশ্বের পঞ্চম প্রাচীনতম বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে একটি।
১. যেসব সুযোগ-সুবিধা রয়েছে
প্রতি শিক্ষাবর্ষে টিউশন ফি মওকুফসহ মোট ৮ হাজার ইউরো প্রদান করা হয়।
২. আবেদনের জন্য যে যোগ্যতা প্রয়োজন
আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে
ইতালির নাগরিক নন, এমন প্রার্থী হতে হবে
ইতালিতে বাস করেন না এমন প্রার্থী
একাডেমিক ফলাফল ভালো হতে হবে
ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে
৩. প্রয়োজনীয় নথিপত্র
পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি/ছবি
একাডেমিক সব সার্টিফিকেট ও মার্কশিট
বিদেশে উচ্চশিক্ষার বিবরণী
রেফারেন্স লেটার
পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি)
অন্যান্য পেপারস (যদি থাকে)
৪. আবেদনের প্রক্রিয়া:
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে ও স্কলারশিপ বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ৭ এপ্রিল ২০২৫।