পুরনো নাম বদলে আওয়ামী লীগ নেতার নামে স্কুল, কচুয়ায় ক্ষোভ | স্কুল নিউজ

পুরনো নাম বদলে আওয়ামী লীগ নেতার নামে স্কুল, কচুয়ায় ক্ষোভ

কচুয়ার রহিমানগর বেগম আয়েশা বাওয়ানী উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে রহিমানগর আলহাজ্ব সিকান্দর আলী উচ্চ বিদ্যালয়' নামে নামকরণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিলো। এর প্রেক্ষিতে কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা অনুসরণ করে মতামতসহ পরিদর্শন প্রতিবেদন পাঠানোর জন্য বলা হয়েছিলো।

#আওয়ামী লীগ #স্কুল #শিক্ষাপ্রতিষ্ঠান #শিক্ষার্থী #স্কুলের নাম পরিবর্তন

চাঁদপুরের কচুয়ায় পুরনো একটি স্কুলের নাম বদল করে আওয়ামী লীগ নেতার নামে করার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক ২৪ ঘন্টার মধ্যে পরিদর্শন প্রতিবেদনও দিয়েছেন। এমন অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানটির অভিভাবক ও শিক্ষার্থীদের। এদিকে এ ঘটনায় ক্ষোভ জানিয়েছে স্থানীয়রাও। কচুয়ার বেগম আয়েশা ভাওয়ান উচ্চ বিদ্যালয়টি ৮৩ বছর ধরে এই নামে চলছে বলে জানিয়েছেন তারা। এই নাম পরিবর্তন করলে শিক্ষার্থীরা ক্ষতির সম্মুখীন হবে বলে জানান তারা।

আগামীকাল বুধবার স্কুলটির নাম পাল্টানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে স্থানীয় রহিমানগর উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবাদ সমাবেশে ও মানববন্ধন আয়োজন করা হয়েছে।

জানা গেছে, কচুয়ার রহিমানগর বেগম আয়েশা বাওয়ানী উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে রহিমানগর আলহাজ্ব সিকান্দর আলী উচ্চ বিদ্যালয়' নামে নামকরণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিলো। এর প্রেক্ষিতে কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা অনুসরণ করে মতামতসহ পরিদর্শন প্রতিবেদন পাঠানোর জন্য বলা হয়েছিলো। তবে কুমিল্লা শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক অধ্যাপক আবু সালেহ মো. তারিক মাহমুদ ২৪ ঘন্টার মধ্যে পরিদর্শন প্রতিবেদনও দিয়ে দিয়েছেন বলে অভিযোগ।

স্থানীয় শিক্ষাবিদরা জানান, ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয়টি হিসাবে প্রায় ৮৩ বছর সুনামের সঙ্গে পরিচালিত হয়ে আসছে। তবে ইদানিং এলাকার কিছু কুচক্রী মহল গোপনে আওয়ামী প্রেতাত্তাদের দোষর এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেনসহ বিদ্যালয়টির নাম পরিবর্তন করে আওয়ামী লীগের কোনো প্রয়াত নেতার নামে নামকরণের চক্রান্ত করছে। আমরা এলাকাবাসী এ চক্রান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আগামী কাল ২ জুলাই দুপরে রহিমানগর উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবাদ সমাবেশে ও মানববন্ধন আয়োজন করা হয়েছে। সাবেক ও বর্তমান সব ছাত্র-ছাত্রী উপস্থিতি হওয়ার আহ্বান জানাচ্ছি।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#আওয়ামী লীগ #স্কুল #শিক্ষাপ্রতিষ্ঠান #শিক্ষার্থী #স্কুলের নাম পরিবর্তন