মানিকগঞ্জের সিংগাইরে ‘তুচ্ছ ঘটনায়’ কয়েক দিন আগে হওয়া ‘বাক-বিতণ্ডার জেরে’ রাহুল ইসলাম খান (১৫) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করছে প্রতিপক্ষ কিশোর-তরুণরা। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৯ মে) রাত ৮টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের খাসেরচর-খালপাড় সড়কে এ ঘটনা ঘটে।
নিহত রাহুল ইসলাম খান উপজেলার ধল্লা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও মেদুলিয়া গ্রামের বাসিন্দা মো. নজরুল ইসলাম খানের ছোট ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহত এক কিশোর বলেন, ৯-১০ দিন আগে তারা বন্ধু-বান্ধবসহ কয়েকজন ওই এলাকায় ঘুরতে গেলে পার্শ্ববর্তী কামুরা গ্রামের কয়েকজনের সঙ্গে তুচ্ছ ঘটনায় তাদের বাক-বিতণ্ডা হয়। এরপর সোমবারও তারা কয়েকজন আবার সেখানে গেলে কামুড়া গ্রামের বিভিন্ন বয়সের ২০ থেকে ২৫ জন দেশীয় অস্ত্রসহ তাদের ওপর হামলা চালায়।
হামলায় অন্যরা দৌড়ে পালাতে সক্ষম হলেও ঘটনাস্থলে রাহুলকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় তরিকুল ও রাজিব নামে দুই হামলাকারীর আঘাতে তিনি নিজে আহত হলেও দৌড়ে পালাতে সক্ষম হন দাবি এই কিশোরের।
আহত আরেক কিশোর বলেন, হামলাকারীরা বাঁশের লাঠি ও চাকু হাতে তাদের ওপর হামলা করে। তারা কুপিয়ে ঘটনাস্থলেই রাহুলকে হত্যা করে।
নিহত রাহুলের বাবা নজরুল ইসলাম খান বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে তার ছেলেকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় ছেলের সারা শরীরে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন দেখতে পান তিনি।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি তৌফিক আজম বলেন, রাতেই মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদনের পর মামলা করা হবে। আর হত্যাকারীদের গ্রেপ্তারে জোর চেষ্টা অব্যাহত রয়েছে।
হামলাকারীরা ‘কিশোর গ্যাংয়ের’ সদস্য কিনা জানতে চাইলে ওসি বলেন, সবাই কিশোর বয়সের না, সেখানে ১৬ বছর থেকে ২০-২২ বছরেরও ছিল। হত্যাকারীদের ধরতে আমরা কাজ করছি।