ট্রলি চাপায় স্কুলছাত্র নিহত | স্কুল নিউজ

ট্রলি চাপায় স্কুলছাত্র নিহত

নেত্রকোনার বারহাট্টায় ট্রলি চাপায় মনির হোসেন (৭) নামের দ্বিতীয় শ্রেণির এক ছাত্র নিহত হয়েছেন।

#স্কুল #শিক্ষার্থী #শিক্ষক #পুলিশ

নেত্রকোনার বারহাট্টায় ট্রলি চাপায় মনির হোসেন (৭) নামের দ্বিতীয় শ্রেণির এক ছাত্র নিহত হয়েছেন।

সোমবার (৫ মে) উপজেলার রৌহা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনির হোসেন রৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিলেন।

রৌহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানান, সোমবার উপজেলার রৌহা গ্রামে ট্রলির পেছনের চাকায় পৃষ্ট হয় মনির হোসেন।

পরে স্থানীয়রা দ্রুত বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন।

ময়মনসিংহে নিয়ে যাওয়ার পথে রাতে মৃত্যু হয় মনিরের।

বারহাট্টা থানার ওসি মুস্তাফিজুর রহমান বলেন, আমি ছুটিতে আছি। তবে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

#স্কুল #শিক্ষার্থী #শিক্ষক #পুলিশ