পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ও ইসলামাবাদে স্কুল বন্ধ | বিবিধ নিউজ

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ও ইসলামাবাদে স্কুল বন্ধ

ভারতের হামলার ঘটনায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও পাঞ্জাব প্রদেশের স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

#পাকিস্তান #ভারত

ভারতের হামলার ঘটনায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও পাঞ্জাব প্রদেশের স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। কারণ হিসেবে দেশটি বলছে ভারতের হামলার জবাব দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভারত বলেছে, মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের ৯টি জায়গায় হামলা চালিয়েছে তারা।

ভারত–নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে গত মাসে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এসব হামলা চালানো হয়। পেহেলগামের ঘটনায় পাকিস্তানকে দায়ী করেছে ভারত।

তবে ইসলামাবাদ অভিযোগ অস্বীকার করে এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।

গত কয়েক দিন পাকিস্তানের সেনাবাহিনী ও সরকার সাংবাদিকদের নিরাপত্তার সঙ্গে বাহাওয়ালপুর ও মুজাফ্‌ফরাবাদের আশপাশের এলাকাগুলো পরিদর্শনে নিয়ে যাওয়ার প্রস্তাব দিচ্ছিল।

পাকিস্তানের সেনাবাহিনী বলছে, ভারতীয় হামলার লক্ষ্যবস্তু হওয়া জায়গাগুলোর মধ্যে এসব এলাকাও আছে।

ইসলামাবাদ বলেছিল, এগুলো জঙ্গি প্রশিক্ষণশিবির ছিল বলে ভারত যে দাবি করেছে, তা খণ্ডাতে চায় তারা।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ ইসহাক দার বলেছেন, গতকাল রাতে ভারতের হামলায় ৮ বেসামরিক নাগরিক নিহত ও ৩৫ জন আহত হয়েছেন।

#পাকিস্তান #ভারত