ফাইল ছবি
বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে গড় হিসেবে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ভালো ফল করেছেন।
এবছর প্রকাশিত ফলের পরিসংখ্যান অনুযায়ী, মোট পাসের হার ৫৬ দশমিক ৩৮ হলেও বিজ্ঞান বিভাগে এবছর পাসের হার ৮৩ দশমিক ১৩ শতাংশ। আর ব্যবসায় শিক্ষায় পাসের হার ৫৪ দশমিক ৬১ এবং মানবিক শাখায় ৪৩ দশমিক ১৩ শতাংশ।
অপরদিকে মোট জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১১৪ জন। যারমধ্যে এবছরে তিন বিভাগের মধ্যে বিজ্ঞানে সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে। যার মধ্যে ছেলে ১ হাজার ৩৯১ ও মেয়ে ১ হাজার ৫২৯। আর মানবিক বিভাগে ছেলে ২৪ জন আর মেয়ে ১৩৫ জন। আর বাণিজ্য বিভাগে ছেলে ১৪ জন আর মেয়ে ২১ জন জিপিএ ৫ পেয়েছে। তবে তিনটি বিভাগের মধ্যে পাসের হারে মেয়েরা এগিয়ে রয়েছে। আর জিপিএ-৫ এর ক্ষেত্রে ও মেয়েরা এগিয়ে রয়েছে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।