কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের দ্বিতীয় অপেক্ষমান তালিকা থেকে প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তির জন্য আরো ১২৭ জনকে বিষয় বরাদ্দ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) কৃষি গুচ্ছ ভর্তি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
তালিকায় দেখা যায়- খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০ জন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫৫ জন এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫২ জনকে মেধাক্রম অনুসারে বিষয় বরাদ্দ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বিতীয় অটোমাইগ্রেশনের পর শূন্য আসনের জন্য অপেক্ষমান তালিকায় স্থানপ্রাপ্ত প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী কাঙ্খিত বিশ্ববিদ্যালয় ও ডিগ্রি বা বিষয় পছন্দক্রম অনুসারে ফলাফল প্রকাশ করেছে কর্তৃপক্ষ। ১২৭ জন নতুন করে আসন পেয়েছেন এবার।
তালিকা দেখতে ক্লিক করুন
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।