নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) স্কুল অফ হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (এসএইচএসএস) এর উদ্যোগে ‘বাধ্যতামূলক নয় কিন্তু আবশ্যক’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এটি ছিলো স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস ফ্যাকাল্টি সেমিনার সিরিজের উদ্বোধনী পর্ব। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এই সেমিনারে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগের প্রভাষক নাফিজ আহমেদ। জুরিসপ্রুডেন্স ও আইন দর্শন সম্পর্কিত এই প্রবন্ধে তিনি আলোচনা করেন, রাষ্ট্র পরিচালনা বিষয়ক নীতিমালা বিচারিকভাবে প্রয়োগযোগ্য না হলেও তা আইনি বাধ্যবাধকতা সৃষ্টি করে।
সেমিনারের সঞ্চালক ছিলেন মো. লোকমান হোসাইন, যিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগের জেষ্ঠ্য প্রভাষক।
সেমিনারের উদ্বোধনী বক্তব্য প্রদান করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগের অধ্যাপক এবং স্কুল অফ হিউম্যানিটিজ অ্যাব্যন্ড সোশ্যাল সায়েন্সের ডিন ড. মো. রিজওয়ানুল ইসলাম।তিনি বলেন, এই গবেষণাপত্রটি মানুষকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি আরো গভীরভাবে অনুধাবন করতে সহায়তা করবে।