জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ‘চলচ্চিত্রকর্ম: পাইরেসি প্রতিরোধে কপিরাইট আইন ২০২৩’ শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ মে) সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহযোগিতায় সেমিনারটি আয়োজন করে সংস্কৃতি মন্ত্রণালয়ের কপিরাইট অফিস।
উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আজকে যে বিষয়ের ওপর সেমিনারটি অনুষ্ঠিত হচ্ছে, তা অত্যন্ত সময়োপযোগী। পাইরেসি প্রতিরোধে কপিরাইট আইন সম্পর্কে জানা সকলের জন্যই গুরুত্বপূর্ণ।
এই বিষয়ে শুধু একটি নয়, আরও সেমিনার হওয়া প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে সেমিনারগুলো আয়োজন করা যেতে পারে।’বাংলাদেশ কপিরাইট অফিসের কপিরাইট রেজিস্ট্রার (যুগ্মসচিব) মো. মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক কপিরাইট রেজিস্ট্রার, সাবেক অতিরিক্ত সচিব ও কপিরাইট বোর্ডের সদস্য মো. মনজুরুর রহমান। সেমিনারে ধন্যবাদ জ্ঞাপন করেন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল, সঞ্চালনায় ছিলেন ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদা সিকদার।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন।
বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।