ধ*র্ষকের বিচারের দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের মশাল মি*ছিল | কলেজ নিউজ

ধ*র্ষকের বিচারের দাবিতে সাত কলেজ শিক্ষার্থীদের মশাল মি*ছিল

মাগুরায় শিশু ধষর্ণের বিচার দাবিতে মশাল মিছিল, প্রতীকী ধর্ষকদেহে ঢিল নিক্ষেপ ও প্রজ্জ্বলন কর্মসূচি পালন করছেন সরকারি সাত কলেজ শিক্ষার্থীরা।

#ধর্ষণ

মাগুরায় শিশু ধষর্ণের বিচার দাবিতে মশাল মিছিল, প্রতীকী ধর্ষকদেহে ঢিল নিক্ষেপ ও প্রজ্জ্বলন কর্মসূচি পালন করছেন সরকারি সাত কলেজ শিক্ষার্থীরা। রোববার সন্ধ্যায় তারা নিউমার্কেট ও নীলখেত এলাকায় মশাল মিছিল বের করেন তারা। মিছিল নিয়ে নিউ মার্কেট মোড়ে এসে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা ধর্ষকদের কালো ভাত ভেঙে দাওসহ নানা শ্লোগান দিতে থাকেন।

এছাড় মাগুরার শিশু ধর্ষণের ঘটনায় বিচার চান তারা।

কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী নেন।

এর আগে রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির কথা জানান তারা

#ধর্ষণ