রাজধানীর সরকারি সাত কলেজকে অন্তর্বর্তীকালীন প্রশাসনের কাছে চূড়ান্ত অনুমোদনে কর্তৃপক্ষের কালক্ষেপণের বিষয়ে প্রতিক্রিয়া ও পরবর্তী কর্মসূচি জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন সংশ্লিষ্ট শিক্ষার্থীরা।
শনিবার (১৭ মে) বিকেল ৪টায় ইডেন কলেজের সামনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। সাত কলেজের অর্গানাইজিং উইং থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি এবং পূর্বের অধিভুক্তি বাতিলের প্রেক্ষাপটে সাত কলেজকে কেন্দ্র করে প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন প্রশাসনের চূড়ান্ত অনুমোদন নিয়ে সময়ক্ষেপণ করছে কর্তৃপক্ষ।
শিক্ষার্থীদের প্রতিক্রিয়া এবং ভবিষ্যৎ কর্মসূচি জানাতে এ পরিস্থিতিতেই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।