ছবি : দৈনিক শিক্ষাডটকম
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধসহ তিন দাবিতে ছাত্র-জনতার ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি চলছে। এতে বন্ধ রয়েছে আশপাশের এলাকার সড়ক। এছাড়া কাটাবন মোড়, মৎস্যভবন মোড়ে সড়ক বন্ধ রয়েছে।
তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহনগুলোকে চলাচলের সুযোগ করে দিচ্ছেন আন্দোলনকারীরা। বেলা তিনটার পরে অন্দোলনকারীরা শাহবাগ মোড়ে আসতে শুরু করেন। এর পর সেখানে ব্যাপক উপস্থিতি দেখা গেছে।
জানা গেছে, বেলা তিনটায় শাহবাগে গণজমায়েত কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়েছে। সারা দেশের জুলাই অভ্যুত্থানের স্থানগুলোতেও গণজমায়েত কর্মসূচি দেয়া হয়েছে।
তারই অংশ হিসেবে তিনটার পরে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র-জনতার এসেছেন শাহবাগ মোড়ে। কর্মসূচির অংশ হিসেবে রাতেও অনেকে অবস্থান করেন শাহবাগে।
বিকেলে দেখা গেছে, ইসলামি আন্দোলন বাংলাদেশের একটি বিশাল মিছিল এসে অংশ নিয়েছেন শাহবাগে। একই সময়ে ব্লকেডস্থলে এসেছেন এনসিপির দুই অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত ও সারজিস আলম।
এ সময় তাদের লীগ ধর, জেলে ভর; লীগ ধর, জেলে ভর; ব্যান ব্যান, আওয়ামী লীগ প্রভৃতি শ্লোগান দিতে দেখা যায়।
এদিকে কর্মসূচির দিকনির্দেশনা দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ভোর চারটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন।
তিনি লেখেন, ‘ঢাকার শাহবাগ ছাড়া ঢাকা বা সারাদেশের হাইওয়েগুলোতে ব্লকেড দেবেন না। জেলাগুলোতে স্বতঃস্ফূর্ত জমায়েত করুন, সমাবেশ করুন। কিন্তু ব্লকেড না। ব্লকেড খুলে দিন।’
এর আগে বৃহস্পতিবার আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রাতভর অবস্থান এবং মিন্টো রোডের মোড়ে মঞ্চ তৈরি করে বিক্ষোভ করে ছাত্র-জনতা।
পরে গতকাল শুক্রবার বিকেল থেকে শাহবাগ মোড় অবরোধ করেছেন জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা-কর্মীরা। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত তারা ‘শাহবাগ ব্লকেড’ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।