শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজানুর রহমান গ্রেফতার | বিবিধ নিউজ

শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজানুর রহমান গ্রেফতার

এস এম মিজানুর রহমান ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা। তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে।

#শেখ হাসিনা #অন্তর্বর্তীকালীন সরকার #পুলিশ

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা এস এম মিজানুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৭ মে) রাতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

নিউমার্কেট থানার কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) আবু সুফিয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এস এম মিজানুর রহমান ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা। তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে।

গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এর পর থেকে তার মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে রয়েছেন। কেউ কেউ দেশ ছেড়েছেন। অনেকে গ্রেফতার হয়েছেন।

#শেখ হাসিনা #অন্তর্বর্তীকালীন সরকার #পুলিশ