‘শেখ হাসিনা’ স্লোগান, প্রধান শিক্ষককে শোকজ | স্কুল নিউজ

‘শেখ হাসিনা’ স্লোগান, প্রধান শিক্ষককে শোকজ

প্রধান শিক্ষক বলেন, ভাইরাল হওয়া ভিডিয়োটি বুধবারের নয়। সম্ভবত আরও আগের।

#স্কুল #শেখ হাসিনা

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীদের স্বৈরাচার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেয়ার ১৬ সেকেন্ডের একটি ভিডিয়ো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

গতকাল বৃহস্পতিবার এ ঘটনার ব্যাখ্যা চেয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মনির আহমেদকে শোকজ করেছেন বাগমারা উচ্চবিদ্যালয়ের সভাপতি ও লালমাই উপজেলার ইউএনও হিমাদ্রী খীসা।

শুক্রবার (৯ মে) এ ভিডিয়োর বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাগমারা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আহমেদ।

তিনি বলেন, ভাইরাল হওয়া ভিডিয়োটি বুধবারের নয়। সম্ভবত আরও আগের। ইউএনও বৃহস্পতিবার সকালে বিদ্যালয় পরিদর্শনে এসেছেন। তবে শোকজ নোটিশের কপি আমি এখনও পাইনি।

সেই ভিডিয়োতে দেখা যায়, বাগমারা উচ্চবিদ্যালয়ের দ্বিতীয় তলা থেকে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় ১০ থেকে ১২ জন শিক্ষার্থী জয় বাংলা ও শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছে।

একপর্যায়ে শিক্ষার্থীরা নিচতলায় অবস্থিত প্রধান শিক্ষকের অফিসের সামনে দাঁড়িয়েও ‘শেখ হাসিনা, শেখ হাসিনা ’বলে স্লোগান দেয়। স্লোগানের সময় শিক্ষার্থীদের পরনে স্কুলড্রেস ও কাঁধে স্কুল ব্যাগ ছিল।

এ বিষয়ে লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা বলেন, ঘটনাটি সম্পর্কে অবগত হওয়ার পর প্রধান শিক্ষককে তার বিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী ঘটনার কারণ সম্পর্কে যথাযথ ব্যাখ্যা প্রদানের জন্য শোকজ নোটিশ প্রদান করা হয়েছে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#স্কুল #শেখ হাসিনা