জাতির পিতা বঙ্গবন্ধু বাদ দিলেও থাকছে শেখ মুজিব | বিশ্ববিদ্যালয় নিউজ

জাতির পিতা বঙ্গবন্ধু বাদ দিলেও থাকছে শেখ মুজিব

শব্দ দুটি বাদ দেয়া হলটির নতুন নাম হবে ‘শেখ মুজিবুর রহমান হল’। এই হল থেকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির জনক’ শব্দ দুটি বাদ দিতে হল প্রশাসনের পক্ষ থেকে পত্র দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ইতিমধ্যে অবহিত করেছে।

#ঢাকা বিশ্ববিদ্যালয় #ঢাবি

‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের’ নাম পরিবর্তনের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ নতুন সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ‘জাতির জনক বঙ্গবন্ধু’ বাদ দিয়ে হলের নাম শেখ মুজিবুর রহমান করা হবে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট।

ইতোমধ্যে হল প্রশাসনের পক্ষ থেকে চিঠি দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।

এ দিকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় ইতিমধ্যে বিষয়টি এজেন্ডাভুক্ত করা হয়েছে। তবে সর্বশেষ গত ২৪ এপ্রিলের সিন্ডিকেটের সভায় সেটি নিয়ে আলোচনা হয়নি। সিন্ডিকেটের সভায় এজেন্ডাভুক্তিতে বলা হয়েছে, ‘‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে উক্ত হলের নাম ‘শেখ মুজিবুর রহমান হল' নামকরণের বিষয় হলের প্রাধ্যক্ষ মহোদয়ের পত্র বিবেচনা । উল্লেখ্য, উক্ত হলের শিক্ষার্থীরা ২২-০১-২০২৫ তারিখে হলের নাম সংস্করণের জন্য আবেদন করেন এবং আবাসিক শিক্ষক ও সহকারী আবাসিক শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের প্রস্তাবনায় সমর্থন দিয়েছেন।’’

জানা গেছে, ১৯৮৮ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয় এই হল।

শুরুতে এই হলের নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। ২০০৯ খ্রিষ্টাব্দে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০১৩ খ্রিষ্টাব্দে ‘জাতির জনক’ যুক্ত করে এই হলের নতুন নামকরণ করা হয় ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’।

জানতে চাইলে মঙ্গলবার (২৯ এপ্রিল) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, এই হলের নাম পরিবর্তনের বিষয়টি সর্বশেষ সিন্ডিকেটের সভায় এজেন্ডাভুক্তিতে ছিল। তবে সম্ভবত সিন্ডিকেটের সভায় উত্থাপিত হয়নি। তবে একবার সিন্ডিকেটের সভায় এজেন্ডাভুক্তিতে কোনো ইস্যু থাকলে তা পরবর্তীতে যেকোনো সিন্ডিকেটের সভায় উত্থাপিত হবে।

এর আগে, ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির ছয় মাস পূর্তির দিন গত ৫ ফেব্রুয়ারি গভীররাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নামফলক মুছে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল’ নাম রাখেন একদল শিক্ষার্থী।

সেই সময় শিক্ষার্থী হলের সামনে থাকা বঙ্গবন্ধুর নাম হাতুড়ি দিয়ে তুলে ফেলেন। পরে তারা হলের নতুন নাম লিখে দেয়।

#ঢাকা বিশ্ববিদ্যালয় #ঢাবি