শেরপুর ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদরাসায় নিয়োগ বিজ্ঞপ্তি | মাদরাসা নিউজ

শেরপুর ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদরাসায় নিয়োগ বিজ্ঞপ্তি

পূর্বে যারা আবেদন করেছিলেন তাদের ২য় বার আবেদন করার প্রয়োজন নেই।

#নিয়োগ #নিয়োগ বিজ্ঞপ্তি #মাদরাসা

শেরপুর ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদরাসায় এমপিও নীতিমালা ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) ও পরিমার্জিত সরকারি নিয়োগ বিধি মোতাবেক শূন্য ও সৃষ্ট পদে কম্পিউটার ল্যাব অপারেটর (বিজ্ঞান বিভাগে আলিম/এইচএসসি/সমমান) ১জন, অফিস সহকারি কাম-কম্পিউটার অপারেটর (আরবি কম্পিউটার অপারেটিং দক্ষতা) ১জন, গবেষণাগার/ল্যাব সহকারি (বিজ্ঞান বিভাগে দাখিল-এসএসসি-সমমান) ১জন, পরিছন্নতাকর্মী (জেডিসি-জেএসসি-সমমান) ১জন নিয়োগ দেয়া হবে।

পূর্বে যারা আবেদন করেছিলেন তাদের ২য় বার আবেদন করার প্রয়োজন নেই।

বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র, ২কপি ছবি ও ৫০০ টাকার পোষ্টাল অর্ডারসহ (অফেরতযোগ্য) অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে।

যোগাযোগ:- অধ্যক্ষ, শেরপুর ইসলামিয়া ফাজিল মাদরাসা, ডাকঘর- হেমগঞ্জ বাজার, উপজেলা- নান্দাইল, জেলা-ময়মনসিংহ।

#নিয়োগ #নিয়োগ বিজ্ঞপ্তি #মাদরাসা