লেক সার্কাস বিদ্যালয়ের ৩ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ | স্কুল নিউজ

লেক সার্কাস বিদ্যালয়ের ৩ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষকদের চাকরির শর্ত বিধিমালা- ১৯৭৯ এর সুস্পষ্ট লঙ্ঘন করায় লেক সার্কাস বালিকা উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

#স্কুল #শিক্ষক

সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে রাজধানীর লেক সার্কাস বালিকা উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

সম্প্রতি এক চিঠির মাধ্যমে তাদের এই নোটিশ দেয় ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

নোটিশ পেয়েছেন- লেক সার্কাস বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোরশেদা বেগম, সহকারী শিক্ষক কামরুন নাহার হুদা লাকী ও সিনিয়র শিক্ষক শারমিন আহমেদ।

নোটিশে বলা হয়, ঢাকা মহানগরীর ধানমন্ডি এলাকায় অবস্থিত লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. মোস্তফা কামালের বিষয়ে গত ১৯ জানুয়ারি বোর্ডের তদন্তকারী কর্মকর্তাদের ওপর বহিরাগত লোকজনকে প্ররোচিত করে তদন্ত কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সরকারি কাজে বাধা প্রদান করা। যা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা- ২০২১ এবং স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক স্কুল শিক্ষকদের চাকরির শর্ত বিধিমালা- ১৯৭৯ এর সুস্পষ্ট লঙ্ঘন।

এ ঘটনায় আপনাদের বিরুদ্ধে কেন শান্তিমূলক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না- তা ১৫ কর্ম দিবসের মধ্যে সুস্পষ্টভাবে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

#স্কুল #শিক্ষক