ইরফানুল হক গাজী সিয়াম। ছবি : সংগৃহীত
উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাকাণ্ডের মামলার অন্যতম আসামি ইরফানুল হক গাজী সিয়ামকে (২০) গ্রেফিতার করেছে তুরাগ থানা পুলিশ। গতকাল রবিবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর তুরাগ থানার ভাটুলিয়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, উত্তরা পশ্চিম থানায় করা মামলার একজন আসামি সিয়াম। ছাত্রদের আন্দোলনের সময় তার অস্ত্রধারী ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল।
তিনি বলেন, ‘ছবিতে দেখা যায়, সে দেশীয় অস্ত্র হাতে ছাত্র জনতার ওপর হামলা চালাচ্ছে।’
ওসি আরও বলেন, ‘গোপন সূত্রে জানা যায় যে, ইরফানুল হক গাজী সিয়াম তুরাগ এলাকায় আত্মগোপনে রয়েছে। এরপর আমি ও ওসি (অপারেশন) মো. টোকোনুজ্জামানের নেতৃত্বে রাতেই অভিযান চালিয়ে তাকে আটক করি। পরবর্তীকালে তাকে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।’
প্রসঙ্গত, গত বছরের ২ আগস্ট উত্তরা এলাকায় ছাত্র জনতার ওপর সশস্ত্র হামলা চালায় ক্ষমতাসীন দলের কর্মীরা। হামলার সময়কার বেশকিছু ছবি গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই হামলায় একজন ছাত্র নিহত হন এবং কয়েকজন আহত হন।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।