সাম্য হত্যার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি, শিগগিরই প্রতিবেদন | বিশ্ববিদ্যালয় নিউজ

সাম্য হত্যার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি, শিগগিরই প্রতিবেদন

বৈঠকে পুলিশ জানায়, অধিকতর তদন্তের স্বার্থে এখন পর্যন্ত যে অগ্রগতি হয়েছে সেটি সবাইকে জানানো সম্ভব হচ্ছে না। গ্রেফতারকৃতদের পাশাপাশি তাদের দেয়া তথ্যমতে আরো বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

#শাহরিয়ার আলম সাম্য #ঢাকা বিশ্ববিদ্যালয় #পুলিশ #হত্যা #ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র শাহরিয়ার আলম সাম্য হত্যার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শিগগিরই তারা তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে দেখা করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ তথ্য জানান।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম, সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল) মো. আমজাদ হোসেন এবং শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর উপস্থিত ছিলেন।

বৈঠকে পুলিশ জানায়, অধিকতর তদন্তের স্বার্থে এখন পর্যন্ত যে অগ্রগতি হয়েছে সেটি সবাইকে জানানো সম্ভব হচ্ছে না। গ্রেফতারকৃতদের পাশাপাশি তাদের দেয়া তথ্যমতে আরো বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আরো কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, সাম্য হত্যার পরপরই এর সুষ্ঠু বিচার নিশ্চিত ও ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সচেষ্ট রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রাখা হচ্ছে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#শাহরিয়ার আলম সাম্য #ঢাকা বিশ্ববিদ্যালয় #পুলিশ #হত্যা #ছাত্রদল