গায়ক মাইনুল আহসান নোবেল। ছবি : সংগৃহীত
ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় গায়ক মাঈনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ মে) ভোরে ঢাকার ডেমরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধর্ষণ, পর্নোগ্রাফি ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে রাত ২টার দিকে সারুলিয়া থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল রহমান বলেন, গত রাতে ইডেন মহিলা কলেজের এক ছাত্রী মামলাটি দায়ের করেছেন। মামলার এজাহারে ওই ছাত্রী অভিযোগ করেছেন যে নোবেল তাকে অপহরণ করে ধর্ষণ করেছেন।
এর আগে ২০২৩ খ্রিষ্টাব্দে নোবেলকে গ্রেফতার করেছিলো ডিবি পুলিশ। প্রতারণার অভিযোগে এক মামলায় সেবার গ্রেফতার হয়েছিলেন তিনি।
ভারতের জি বাংলার 'সারেগামাপা' রিয়েলিটি শো থেকে পরিচিতি পান নোবেল।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।