ছবি : সংগৃহীত
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) বিজনেস ক্লাব ও বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) এর আয়োজনে অনুষ্ঠিত হলো লিডারশিপ ওয়ার্কশপ। স্পিক স্মার্ট, ওয়ার্ক স্মার্টার শিরোনামে বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মহাখালী ক্যাম্পাসে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন, বিওয়াইএলসির স্কিলস ডেভেলপমেন্ট টিমের ফ্যাকাল্টি মেম্বার, মাহমুদুল হাসান জাহিদ। কর্মশালায় পাবলিক স্পিকিং এর বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়া হয়। শিক্ষার্থীরা কিভাবে বিশ্ববিদ্যালয় জীবনে প্রেজেন্টেশন, বিভিন্ন প্রতিযোগিতায় নিজেদের উপস্থাপনার দক্ষতা প্রমাণ করতে পারে সে বিষয়ে ব্যবহারিক নির্দেশনা তুলে ধরা হয়।
ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক নাসের ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারপার্সন ড. মুহম্মদ কামরুজ্জামান, বিওয়াইএলসি এর প্রতিনিধি রিমঝিম আক্তার, এমরান আহমেদ তামিম। এছাড়াও আইএসইউ বিজনেস ক্লাবের মডারেটর, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিওয়াইএলসি ১৬ বছর ধরে তরুণদের নেতৃত্ব দক্ষতা উন্নয়নে কাজ করছে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।