জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ফাউন্ডেশনের বোর্ড সভার পর সংবাদ সম্মেলনে এসে এ ঘোষণা দেন তিনি।এখন থেকে ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন স্নিগ্ধ।
তিনি বলেন, “উচ্চশিক্ষার জন্য আমি সিইও পদ থেকে পদতাগ করছি। আমার লেখাপড়া বাকি রয়েছে। গভর্নিং বডিতে দায়িত্ব গ্রহণ করছি। রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো ইচ্ছা নেই।”
বৃহস্পতিবারের সভার বিষয় ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ নতুন সিইওর কাছে দায়িত্ব হস্তান্তরের আগে পুরো কমিটিকে পরিচয় করিয়ে দেন।
ফাউন্ডেশনের নতুন সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবর।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সহায়তা এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে গত ১০ সেপ্টেম্বর এ ফাউন্ডেশন গঠন করা হয়।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে সভাপতি এবং আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধর জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সম্পাদক করে সাত সদস্যের 'জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন' গঠন করা হয়।