ছবি : সংগৃহীত
চাকরির শুরুতে ১১তম বেতন গ্রেড নির্ধারণসহ তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা সোমবার থেকে পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন। এদিন তারা স্কুলে গেলেও নেননি কোনো ক্লাস।
তবে মঙ্গলবার দেশের সব বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি হচ্ছে না। কিছু প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি হচ্ছে, আবার কিছু বিদ্যালয়ে পাঠদান অব্যাহত রয়েছে। অপরদিকে কোথাও- কোথাও কর্মবিরতি পালনে বাধা দেয়ার অভিযোগও উঠেছে।
প্রাথমিকের সহকারী শিক্ষকদের সংগঠনগুলোর মোর্চা প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক, শাহীনুর আল আমিন দৈনিক শিক্ষাডটকমকে বলেন, দ্বিতীয় দিনের মতো মঙ্গলবার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।
এদিকে মঙ্গলবার সকালে বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় বানিমন্দির সরকারি প্রার্থমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, যথা নিয়মেই শিক্ষার্থীদের ক্লাস চলছে। কয়েকজন শিক্ষক বসে আড্ডা দিচ্ছেন শিক্ষক মিলনায়তনে। একই চিত্র দেখা যায় কাউনিয়া এলাকার আদর্শ পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
আলাপকালে বানিমন্দির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমাজ বরিশাল মহানগরের সভাপতি সাব্বির খান দৈনিক আমাদের বার্তাকে বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে আমরাও একমত। তবে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আমরা কর্মবিরতি পালন করছি না। বিশেষ করে আমার স্কুলে প্রথম দিন থেকেই কর্মবিরতি হচ্ছে না।
জানা গেছে, দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজার ৫৬৭টি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য বলছে, এসব বিদ্যালয়ে ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত।
আন্দোলনকারী সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হলো—প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নে করা পরামর্শক কমিটির সুপারিশের যৌক্তিক সংস্কার করে সহকারী শিক্ষক পদকে শুরুর পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন ও প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ দ্রুত পদোন্নতি।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।