পরীক্ষায় ফেল করা মানেই জীবন শেষ নয়। একবার অকৃতকার্য হলেও, সুযোগ পেলে ভালো ফল করার সম্ভাবনা থাকে। তবে ছেলেমেয়ে পরীক্ষায় ফেল করলে সাধারণত বাড়িতে বকাঝকা কিংবা মারধরের চল রয়েছে আমাদের সমাজে। হাতেগোনা খুব কম ক্ষেত্রেই দেখা যায় ফেল করা পরীক্ষার্থীর পাশে দাঁড়ান অভিভাবক এবং অন্যান্যরা। তবে ছেলে পরীক্ষায় ফেল করলে মা-বাবা যে সেলিব্রেশন করতে পারেন, তা সম্প্রতি একটি ঘটনা প্রকাশ্যে না এলে বিশ্বাসই হতো না। এমনই ঘটনা ঘটেছে ভারতের কর্ণাটকে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, কর্ণাটকের বাগলকোটের বাসবেশ্বরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র অভিষেক ছোলাছাগুড্ডা। দশম শ্রেণির বোর্ড পরীক্ষায় ৬০০ নম্বরের মধ্যে মাত্র ২০০ নম্বর পেয়েছে সে। ৩২ শতাংশ নম্বর পাওয়ার পাশাপাশি ছয়টি বিষয়ে ফেল করেছে।
অভিষেক জানায়, রেজাল্ট জানতে পেরে বন্ধুরা তাকে নিয়ে উপহাস করেছিল। কিন্তু কঠিন সময়ে বাবা-মা পাশে দাঁড়ায়।
অভিষেক বলেন, পাস করতে পারিনি। কিন্তু আমার পরিবার পাশে দাঁড়িয়েছে, উৎসাহ দিয়েছে। আবার পরীক্ষা দেব, পাস করব এবং জীবনে সফল হব।
পরীক্ষার ফলাফল জানার পর অভিষেকের বাবা-মা বকাবকি করেননি। বরং কেক কেটে ছেলের মনোবল বাড়ানোর চেষ্টা করেন।
অভিষেক জানায়, কঠিন সময়ে বাবা-মা তাকে বলেছিল, তুমি পরীক্ষায় ফেল করতে পারো, কিন্তু জীবন যুদ্ধে ফেল করোনি। আবার চেষ্টা করো। পরের বার নিশ্চয়ই সফল হবে।