কুরআন ও হাদিস ট্রেনিং ইনস্টিটিউটে আলেম ও আলেমা হওয়ার বিশেষ কোর্স  | বিজ্ঞাপন নিউজ

কুরআন ও হাদিস ট্রেনিং ইনস্টিটিউটে আলেম ও আলেমা হওয়ার বিশেষ কোর্স

জ্ঞান অর্জন করার জন্য বিশেষ ও নির্দিষ্ট কোনো সময় বা বয়স নেই; বিশেষত দ্বীনি ইলেম। প্রযুক্তির বিপ্লবের এ সময়ে অনেকে অন লাইনে ঘন্টাকে ঘন্টা সময় অনর্থক ব্যয় করে যাচ্ছেন, সময়ের প্রতিটি ক্ষণের জন্য আমাকে- আপনাকে আল্লাহ তাআ'লার দরবারে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে।

#ভর্তি

সিলেবাস: বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত প্রথম শ্রেণি থেকে দাখিল বা এসএসসি পর্যন্ত কেবল আরবী বিষয়গুলো। (ভবিষ্যতে পর্যায়ক্রমে আলিম, ফাজিল ও কামিল সিলেবাস সময় নিয়ে সম্পন্ন করা হবে)

১. কোর্সের নাম: আলেম ও আলেমা হওয়ার বিশেষ কোর্স।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে আড়াই বছরের জন্য নিজেকে নিবেদিত করে আলেম ও আলেমা হওয়ার এ সূবর্ণ সুযোগটি আপনিও গ্রহণ করতে পারেন।

আপনি এখন থেকে (২.৫) আড়াই বছরের জন্য একটি বিশেষ চ্যালেঞ্জিং পরিকল্পনা ও কার্যকরী প্রোগ্রাম হাতে নিতে পারেন; যা আপনার দুনিয়া ও আখেরাতের জীবনকে বদলে দিতে পারে ইন-শা-আল্লাহ। জীবনে তো দুনিয়া পাওয়ার জন্য বহু বছর ও শ্রম ব্যয় করলাম। আসুন সামনের আড়াই বছরকে ফলপ্রসূ করার জন্য চাকুরী, ব্যবসা-বাণিজ্য, পড়াশুনা ও দাম্পত্য জীবনের সময় থেকে একটু একটু সময় বের করে দৈনিক রুটিন অনুযায়ী কাজে লাগাই, সফলতা আসবে ইন-শা-আল্লাহ। خير الاعمال ادومها وان اقل অর্থ- সবচেয়ে উত্তম আমল তো হলো সেটি যেটি সবসময় করা হয় যদিও তা পরিমাণে হয় কম। (আল হাদীস)

ইলেম (জ্ঞান) অর্জন করা প্রত্যেক মুসলিম নর নারীর উপর ফরজ। জ্ঞান অর্জন করার জন্য বিশেষ ও নির্দিষ্ট কোনো সময় বা বয়স নেই; বিশেষত দ্বীনি ইলেম।

প্রযুক্তির বিপ্লবের এ সময়ে অনেকে অন লাইনে ঘন্টাকে ঘন্টা সময় অনর্থক ব্যয় করে যাচ্ছেন, সময়ের প্রতিটি ক্ষণের জন্য আমাকে- আপনাকে আল্লাহ তাআ'লার দরবারে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। অন লাইনের এ সুযোগকে রবের বিশেষ রহমত হিসেবে মনে করে QHTI আপনাদের জন্য নিয়ে এসেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের সিলেবাস অনুযায়ী আলেম ও আলেমা হওয়ার বিশেষ কোর্স; যা দেশ বিদেশ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ একঝাঁক চৌকস, মেধাবী ও দায়িত্বশীল শিক্ষকমণ্ডলী এবং কোর্স ইন্সট্রাক্টর দ্বারা পরিচালিত হচ্ছে। গত ৪ বছর থেকে যথেষ্ট সুনামের সাথে আমরা এ কোর্স পরিচালনা করে আসছি আলহামদুলিল্লাহ।

বর্তমানে আমাদের আরোও ২টি ব্যাচ চলমান আছে। আপনি যদি এ্যাডভান্সড লেভেলের হয়ে থাকেন তাহলে নিচের এ ২টির যে কোনোটিতেও রেজিষ্ট্রেশন করতে পারেন।

ক. QHT1- যারা বর্তমানে ৬ষ্ঠ শ্রেণিত অধ্যয়ন করছে। এ ব্যাচের বয়স ২৪ মাস চলমান।

খ. QHT2- যারা বর্তমানে ৩য় শ্রেণিতে অধ্যয়ন করছে। এ ব্যাচের বয়স ১০ মাস চলমান।

২. ১ জানুয়ারি ২০২৫ হতে নতুন আঙ্গিকে চালু হতে যাচ্ছে আরও ৩ টি নতুন ব্যাচ, যেমন- ক. QHT3 ক্লাস হবে: প্রতি জুমুআ, রবি ও মঙ্গলবার বাদ ফজর থেকে দেড় ঘন্টা।

🔸এ ব্যাচের নিবন্ধন লিঙ্ক- https://forms.gle/cDiHZYMWDhzA1nPR6 খ. QHT4 ক্লাস হবে: প্রতি শনি, সোম ও বুধবার বাদ ফজর থেকে দেড় ঘন্টা।

🔸এ ব্যাচের নিবন্ধন লিঙ্ক - https://forms.gle/LA2SExQXGTHPFeCFA গ. QHT6 ক্লাস হবে: প্রতি শনি, সোম ও বুধবার বাদ এশা থেকে দেড় ঘন্টা।

🔸 এ ব্যাচের নিবন্ধন লিঙ্ক- https://forms.gle/oeuqBgB64nrFp9fr9

🔹 রেজিষ্ট্রেশন ফি ১০০ টাকা। পেমেন্ট করার নাম্বারসমূহ- ক. (বিকাশ পার্সোনাল) 01602768720 খ. (নগদ পার্সোনাল) 01602768720 গ. (রকেট পার্সোনাল) 016027687201

🔹 প্রতিটি ব্যাচের ক্লাস সপ্তাহে ৩ দিন বাদ ফজর বা বাদ এশা এবং ক্লাস রেকর্ডের ব্যবস্থাও রয়েছে। যার ফলে বিশেষ কোনো কারণে ক্লাস মিস হয়ে গেলে সুবিধামত সময় ক্লাস শুনে নেয়া যাবে।

৩. সিলেবাস : বাংলাদেশ মাদরাসা শিক্ষা র্বোড কর্তৃক পরিচালিত প্রথম শ্রেণি থেকে দাখিল বা এস এস সি পর্যন্ত কেবল আরবী বিষয়গুলো। (ভবিষ্যতে পর্যায়ক্রমে আলিম, ফাজিল ও কামিল সিলেবাস সময় নিয়ে সম্পন্ন করা হবে, ইন-শা-আল্লাহ।)

🔹 সিলেবাসভূক্ত বিষয়গুলো, যেমন- ক. কুরআন মাজিদ খ. হাদীসে নববী গ. আরবী ১ম পত্র ঘ. আরবী ২য় পত্র ঙ. আকাইদ ও ফিকহ

🔹 সিলেবাস বহির্ভূত বিষয়গুলো- ক. মীযানুসসরফ ও মুনশায়িব খ. আজিজুন নুহাত বা নাহূমীর গ. সাফওয়াতুল মাসাদির ঘ. মাসাদিরুল কুরআন ঙ. হেদায়েতুন নাহু চ. নূরানী পদ্ধতিতে কুরআন শিক্ষা ছ. তাজভীদ জ. বিবিধ।

৪. আয়োজক: QURAN & HADITH TRAINING INSTITUTE (QHTI) কুরআন ও হাদীস ট্রেনিং ইনস্টিটিউট।

৫. কোর্সের সময়সীমা: আনুমানিক ২.৫ বছর বা ৩০ মাস। একান্ত প্রয়োজনে ও সবার পরামর্শক্রমে সময় বাড়তে পারে।

৬. নিবন্ধনের সময়সীমা: চলমান।

৭. যারা অংশ নিতে পারবেন- ক. পৃথিবীর যে কোন স্থানের সব বয়স ও পেশার দ্বীনি ভাই ও বোনেরা যারা আলেম বা আলেমা হওয়ার জন্য দীর্ঘদিন থেকে এ মহৎ স্বপ্ন লালন করে আসছেন,কিন্তু তেমন কোনো সুযোগ পাচ্ছেন না। খ. যারা মাদরাসায় পড়েছেন কিন্তু আরবীতে কিছুটা দূর্বল। গ. যারা ভবিষ্যতে আরবী শিক্ষক, সহকারী মৌলভী বা আরবী প্রভাষক হতে চান। ঘ. যারা আলেমদের মত করে কুরআন, হাদীস ও আরবী ভালোভাবে বুঝতে চান। ঙ. আবেগ নয় বরং যাদের শতভাগ ঐকান্তিক ইচ্ছা আছে আরবী ব্যাকরণ বুঝে ভালো আলেম বা আলেমা হওয়ার। চ. যারা ছোটকালে মাদরাসা থেকে শিক্ষা অর্জন করার তেমন সুযোগ পাননি; কেবল মোক্তবে বা বাসা-বাড়িতে হুজুর থেকে যতটুকু সম্ভব তাই হয়েছে, জীবনের এ লগ্নে এসে এর বাস্তবতা ও প্রয়োজনীয়তা বুঝতে পেরেছেন, তাদের জন্য এ কোর্স অনেক বেশি কার্যকর হবে ইন-শা-আল্লাহ।

৮. এ কোর্সের জন্য শর্তাবলী- ক. যারা সপ্তাহে ৩ দিন (১.৫* ৩=৪.৫ ঘন্টা) ক্লাসের সময় ছাড়াও গড়ে দৈনিক নূন্যতম ১ ঘন্টা করে সময় হোমওয়ার্ক তৈরি করার জন্য দিতে পারবেন এবং যৌক্তিক (শরয়ী) কারণে কোনো দিন ১ ঘন্টা সময় না দিতে পারলেও পরের দিন বা সুবিধামত সময়ে কাযা আদায় করবেন বলে আমাদের সাথে অঙ্গীকারে আবদ্ধ হবেন। খ. যারা প্রতি ক্লাস পর হোমওয়ার্ক দিবেন বলে প্রতিশ্রুতিবদ্ধ হবেন। গ. যারা শরয়ী ওজর ছাড়া কোনো লাইভ ক্লাস মিস না করতে চেষ্টা করবেন বলে ওয়াদা দিবেন। যদি সঙ্গত (শরয়ী) কারণে মিস করতেই হয় তাহলে সে ক্ষেত্রে পূর্বেই QHTI এর সংশ্লিষ্ট সম্মানিত উস্তাজকে ছোট্ট একটি SMS এর মাধ্যমে অবহিত করে ছুটি নিবেন এবং নতুন আরেকটি ক্লাস শুরু হওয়ার আগেই মিস হয়ে যাওয়া ক্লাস রেকর্ড শুনে নিবেন।

৯. বই, নিবন্ধন ও কোর্স ফি ক. নিবন্ধন ফি: জনপ্রতি ১০০ টাকা। খ. রেজিষ্ট্রেশন ও বই সংগ্রহ করতে শুরুতে নূন্যতম যত টাকা লাগবে: রেজিষ্ট্রেশন ফি ১০০ টাকা ও ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণি পর্যন্ত এ ৫ শ্রেণির বই এবং নূরানী পদ্ধতিতে কুরআন শিক্ষা বই কুরিয়ার খরচসহ ৭০০ টাকা, ভর্তি ফিসহ মোট ১০০+৭০০=৮০০ টাকা। বই নেয়া আবশ্যক নয়। বই না নিলে রেজিষ্ট্রেশন বাবত কেবল ১০০ টাকাই যথেষ্ট। ৬ষ্ঠ শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত এবং সিলেবাসের বাহিরের অন্যান্য বইগুলো পরবর্তীতে সরবরাহ করা হবে। গ. মাসিক ফি: ৬০০ টাকা। যা প্রতি ইংরেজি মাসের ১ থেকে শেষ তারিখের মধ্যে পরিশোধযোগ্য। একাধিক মাস বা পুরো কোর্স ফি একসাথেও দেয়া যাবে।

১০. ফি প্রদানের মাধ্যম- বিকাশ, নগদ, রকেট এবং ব্যাংক।

• পেমেন্ট দেয়ার নাম্বারগুলো নিবন্ধন লিংকে যাওয়ার পর সেখানে পাওয়া যাবে।

• যে কোন মাধ্যমে ফি পাঠানোর পর উক্ত মাধ্যমের ট্রানজেকশন আইডি’ অবশ্যই সংগ্রহে রাখুন, নিবন্ধন ফর্মে এটা লিখতে হবে।

*** নিবন্ধন ফি কেউ ফ্লেক্সিলোড করবেন না। নোট : কেউ ব্যাংকের মাধ্যমে ফি দিতে চাইলেও দিতে পারবেন। সেক্ষেত্রে যোগাযোগ করলে ব্যাংক একাউন্ট নাম্বার সরবরাহ করা হবে।

১১. কোর্স পরিচালনা: নিবন্ধনের পর ক্লাস শুরুর আগেই প্রত্যেককে ‘নিবন্ধন আইডি’ দেয়া হবে এবং অংশগ্রহণকারীদের নিয়ে পুরুষ ও মহিলাদের আলাদা WhatsApp গ্রুপে এড (যুক্ত) করা হবে। মহিলাদের তদারকির জন্য আলাদা মহিলা কো-অর্ডিনেটর আছে।

১২. পরীক্ষা পদ্ধতি ক. প্রতি ৩টি ক্লাস শেষে বিগত ৩টি লাইভ ক্লাসের উপর ১০ মিনিটে ২০ নাম্বারের MCQ কুইজ হবে এবং এটাই উপস্থিতি হিসেবে বিবেচিত হবে। খ. প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পাঠদান শেষ হওয়ার পর- ১. হোমওয়ার্কের জন্য ১০০ নাম্বার (প্রতি ক্লাসে ২৫-৩৫ টি হোমওয়ার্ক যা ক্লাসচলাকালীন দিতে হয়)। ২. লিখিত পরীক্ষা: ১০০ নাম্বার (৩ ঘন্টা)। ৩. MCQ পরীক্ষা: ১০০ নাম্বার (১ ঘন্টা)। ৪. মৌখিক পরীক্ষা: ১০০ নাম্বার। এ মোট ৪০০ নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইন-শা-আল্লাহ। ক্লাস প্রমোশনের জন্য শতকরা ৬০ নাম্বার পেতে হবে। তবে হোমওয়ার্কের গুরুত্ব সর্বাধিক অগ্রাধিকারপ্রাপ্ত। এ নিয়ম কেবল ১ম ও ২য় শ্রেণির জন্যই প্রযোজ্য।

🔹৩য় শ্রেণি থেকে ওপরের দিকের ক্লাসে প্রয়োজনের অলোকে আরোও বেশি নাম্বারের পরীক্ষা হয়ে থাকে।

*** কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে প্রজেক্ট সংশ্লিষ্ট যে কোনো যৌক্তিক ও প্রয়োজনীয় পরিবর্তন আনতে পারে।

১৩. জীবনে সুযোগ সবসময় আসে না। আপনার জীবনের জন্য এটা একটা সূবর্ণ সুযোগ। তবে এই প্রজেক্ট ভালোমত শেষ করতে আপনাকে বেশ সময় ও শ্রম দিতে হবে। সুতরাং বুঝে-শুনে সিদ্ধান্ত নিন, যেন প্রজেক্টে অংশ নেয়ার পর বাদ পড়ে যেতে না হয়। তবে হ্যাঁ, কুরআন, হাদিস, আরবী ও মাসআলা জেনে-শুনে সে অনুযায়ী আমল করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মত বড় প্রাপ্তির প্রত্যাশায় কষ্ট তো অবশ্য করতেই হবে। জীবনে একা একা পদক্ষেপ নিয়ে অনেকেই থেমে গেছেন। তাই আসুন, প্রচণ্ড হিম্মত ও সাহস নিয়ে এবং আল্লাহ তাআলার উপর অগাধ আস্থা ও ভরসা রেখে সবাই একসাথে জান্নাতে যাওয়ার রাস্তায় চলি। অনেকেই তো বিভিন্নভাবে জান্নাতের জন্য অনেক চেষ্টা-সাধনা চালাচ্ছেন, আপনি-আমি পিছিয়ে নেই তো? আর জান্নাতের যাওয়ার প্রস্তুতির জন্য কুরআন, হাদিস ও মাসাআলা জানা ও মানার চেয়ে উত্তম কিছু আর কি-ই বা হতে পারে? দয়া করে সদকায়ে জারিয়ার আশায় মূল্যবান এ পোস্টটি অন্যদের সাথে শেয়ার করতে পারেন । যারা এই প্রজেক্টের সাথে যুক্ত থাকতে আগ্রহী তাদেরকে এই পোস্টের লিঙ্ক সেভ করে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

১৪. উদ্বোধনী প্রোগ্রাম ও ক্লাস: উদ্বোধনী প্রোগ্রাম ১ জানুয়ারি ২০২৫ বুধবার বাদ ফজর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। 🇧🇩

১৫ . প্রয়োজনীয় ক্ষেত্রে যোগাযোগ

যোগাযোগ

🔹১; চিফ এডমিন- 01687954926

🔹২, এ্যাক্সিকিউটিভ অফিসার- 01830502840

🔹৩. পরিচালক ও প্রধান ওস্তাজ: 01882856578

বিস্তারিত নিচে দেখুন-

কুরআন ও হাদিস ট্রেনিং ইনস্টিটিউটে আলেম ও আলেমা হওয়ার বিশেষ কোর্স

#ভর্তি