বাংলাদেশ সুমিং ফেডারেশনের আয়োজনে সেরা সাঁতারুর খোঁজে সুইমার ট্যালেন্ট হান্ট। এ প্রতিযোগীতায় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সাঁতারে দক্ষ ও মেধাবী শিক্ষার্থীদের সন্ধানের নির্দেশ দেয়া হয়েছে।
প্রতিযোগিতার প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠান আগামী ১০ মে বিকেলে মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্স অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রধান অতিথি থাকবেন। সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এ সংক্রান্ত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, ১০ মে থেকে প্রতিযোগিতাটি শুরু হবে এবং চলবে ৩০ জুন পর্যন্ত। স্কুল-কলেজ- মাদরাসা থেকে মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করার কার্যক্রম বাস্তবায়নে ইতোমধ্যে এ সক্রান্ত চিঠি সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাতে জেলা শিক্ষা কর্মকর্তাদের বলা হয়েছে।
প্রথম পর্বের বাছাই প্রক্রিয়ার আগামী ১০ মে হতে ৩০ জুন পর্যন্ত ৮টি বিভাগের ৬৪টি জেলা থেকে ১৫টি ভেন্যুতে পরিচালিত হবে। যেখানে প্রায় ৬০০ জন উদীয়মান সাঁতারু নির্বাচন করা হবে।
চিঠিতে বলা হয়েছে, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মেধাবী সম্ভাবনাময়ী ও সুবিধাবঞ্চিত সাঁতারুদের খুঁজে বের করে দেশের ক্রীড়া সম্পদে পরিণত করার একটি প্রয়াস।
বর্ণিত কর্মসূচি বাস্তবায়নে দেশের প্রতিটি জেলার স্কুল, কলেজ, মাদরাসা ও অন্যান্য প্রতিষ্ঠানসমূহ হতে প্রতিভাবান সাঁতারু খুঁজে বের করে দীর্ঘ মেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে তাদের জাতীয় ও আন্তর্জাতিক সাঁতারু তৈরির লক্ষ্যে বাংলাদেশ সুইমিং ফেডারেশন কর্তৃক ৮টি বিভাগ ও ৬৪টি জেলা থেকে ১৫টি ভেন্যুতে সাঁতারু বাছাই করা হবে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।