এসএসসি-২০২৫: সাফল্য ধরে রেখেছে রেসিডেনসিয়াল মডেল কলেজ | এসএসসি/দাখিল নিউজ

এসএসসি-২০২৫: সাফল্য ধরে রেখেছে রেসিডেনসিয়াল মডেল কলেজ

২০২৫ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষায় ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে।

#এসএসসি #ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ #জিপিএ-৫

২০২৫ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষায় ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে পাসের হার ৯৯ দশমিক ৮২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪২১ জন। জিপিএ-৫ প্রাপ্তির হার ৭৪ দশমিক ৭৮ শতাংশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) কলেজ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষায় ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে। এ বছর এ প্রতিষ্ঠান থেকে মোট ৫৬৩ জন ছাত্র এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। পাসের হার ৯৯ দশমিক ৮২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪২১ জন। জিপিএ-৫ প্রাপ্তির হার ৭৪ দশমিক ৭৮ শতাংশ।

এ বছরের প্রশংসনীয় সাফল্যের মূলে রয়েছে প্রতিষ্ঠানের অভিজ্ঞ ও দূরদৃষ্টিসম্পন্ন বোর্ড অব গভর্নরস ও কলেজের অধ্যক্ষের যথাযথ দিকনির্দেশনা। পরীক্ষার্থীদের লেখাপড়া ও শৃঙ্খলার মানোন্নয়নের লক্ষ্যে বর্তমান অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন গ্রুপটিচার ব্যবস্থা প্রবর্তন করে। গ্রুপটিচাররা ছাত্রদের পাঠদান নিয়মিত মনিটরিং এবং নিয়মিত শ্রেণিপাঠদান করান। পাশাপাশি অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদেরও অতিরিক্ত ক্লাস নেয়া হয়েছে। যা এ বছরের প্রশংসনীয় ফল অর্জনে সহায়ক হয়েছে। শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা উন্নত পাঠদান, অভিভাবকদের সচেতনতা ও তত্ত্বাবধান সর্বোপরি ছাত্রদের একনিষ্ঠ অধ্যয়ন ও ঐকান্তিক প্রচেষ্টা এসএসসি পরীক্ষার প্রশংসনীয় ফলে বিশেষ ভূমিকা পালন করেছে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

#এসএসসি #ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ #জিপিএ-৫