ফাইল ছবি
এবারের এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্র ও ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নে ভুল থাকার অভিযোগ তুলেছেন পরীক্ষার্থী। ভুল প্রশ্নের কারণে বিভ্রান্তি ও সময়ের অপচয় হয়েছে, ফলে কাঙ্ক্ষিত ফল পাওয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তারা। তবে বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, ভুল প্রশ্নে সবাইকে নম্বর দেয়া হবে।
সোমবার (২৮ এপ্রিল) যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন আমাদের বার্তাকে বলেন, ‘আমরা ইতোমধ্যে এই ব্যাপারে প্রধান পরীক্ষকদের নিয়ে একটি মিটিং করেছি। তারা কয়েকটি ভুল চিহ্নিত করেছেন এবং সেসব প্রশ্নে নম্বর দেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। আমরা সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছি এবং সব পরীক্ষকদের জানিয়েও দিয়েছি।’
প্রশ্নে ভুলের ব্যাপারে তিনি আরো বলেন, ‘আমাদের বোর্ডের প্রশ্নে এখানে পরীক্ষা হয় না। অন্য বোর্ডের প্রশ্ন লটারির মাধ্যমে আমাদের টানতে হয়। কোন বোর্ডের প্রশ্ন এখানে এসেছে, তা আমরা বলতে পারবো না।’
এ ব্যাপারে একজন পরীক্ষার্থী জানান, দুটি প্রশ্নপত্রেই ভুল থাকায় তাদের বিভ্রান্তিতে পড়তে হয়েছে। আরেকজন শিক্ষার্থী বলেন, ‘অনেক ক্ষেত্রে ভুল ছিলো, এর পেছনে বেশি সময় ব্যয় করায় পরবর্তী সহজ প্রশ্নগুলোর উত্তর লিখতে ব্যর্থ হয়েছি।’
প্রসঙ্গত, যশোর বোর্ড থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ৪১ হাজার ৬৪ পরীক্ষার্থী। এর মধ্যে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে অংশ নেন এক লাখ ৩৩ হাজার ৪৬২ জন।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।