নাটোরের গুরুদাসপুরে ভটভটির চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী সাজেদুল ইসলাম সাজু (২০) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।
উপজেলার পাটপাড়া হাজীবাজার সড়কে শনিবার এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত সাজু উপজেলার উত্তর নাড়িবাড়ি গ্রামের ফরিদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, বনপাড়ার দিক থেকে গুরুদাসপুরে আসছিল ব্যাটারিচালিত ভটভটি। পরে পাটপাড়ার হাজীবাজার সড়কে ওভারটেক করতে গিয়ে ভটভটির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকাবাসী ঘাতক ভটভটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে।
স্থানীয় সাবেক কাউন্সিলর মুঞ্জুয়ারা বেগম বলেন, এ ব্যাপারে কারও কোনো অভিযোগ না থাকায় পারিবারিকভাবে সাজেদুল ইসলাম সাজুর লাশ দাফন করা হয়েছে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসমাউল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় পারিবারিকভাবে তার মরদেহ দাফন করা হয়েছে।